বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

শেখ সামসুল হক



শেখ সামসুল হক

দুর্গন্ধ সুগন্ধের কাব্য

একদিন যেখান থেকে দুর্গন্ধ বের হতো আমার
পরিণামে দেখি সেখান থেকেই আবার সুগন্ধ বের হয়
বুঝিনা এ আমার দুর্ভাগ্য না সৌভাগ্য

তোমার যেখানে দুর্গন্ধ ছিলো কে সেই ভাগ্যবান
হঠাৎ তোমাকে সেখানে সুগন্ধের সন্ধান দিল
যখন তুমি এই অমৃতের সাক্ষাৎ পেলে
তখন তোমার দেহমনে সেকি আগুন জ্বলে
উঠেছিল দাউ দাউ সে খবর কেউ কি রাখেনি
যাকে তা রাখার সুযোগ দিয়েছো সে মহা মানব
সুবর্ণ পুরুষ বটে এই দেশ মাটি মানুষের

আরেক জন তোমাকে দেখে দূর থেকে
বুঝে গেছে সব শেষ স্বাগত সকাল
এখন পড়ন্ত বিকেলের কাছাকাছি
তাকে তুমি কি দিয়ে ঠেকাবে বলো
অবশেষ কি আছে তোমার কাছে
হায় তোমার লাল দরিয়ায়
আজ বেলা অবেলায় কেন জলছবি কাঁদে
আর যে কেঁপে কেঁপে ওঠে না বৃন্দাবন
কৃষ্ণের শাণিত তীরের ছোঁয়ায় ওগো রাধে।







ভাল থাকা না থাকা

তোমার ঐ লোকটা কি বিশ্রী তাকায়
কি বলতে চায় সে, আমার উপস্থিতি
কিছুতেই আর চায় না এমনি ভাব
তার চোখে মুখে মেঘ করে আছে
এসবের কিছুই যে বুঝি না তবু
বিনয়ের সাথে তাকে বলে উঠি
ভালো আছেন তো নাকি ...
ভালোবাসার অনাবৃষ্টিতে তার ভেতরটা
কি সুন্দর ভাবেই না পুড়ে যাচ্ছে
দিনের চেয়ে রাতেই বেশী।








নির্বাচন

আমার হাতে খড়ির কথা মনে নেই
জানি না কার হাতের যাদু ছোঁয়া পেয়ে
আমার হাত চলতে শুরু করেছিল
চলতে গিয়ে হঠাৎ নাকি থেমে ছিল
আমার হাতে খড়ি যার হাতে তাকেও
অদেখা এক নির্বাচনে দাঁড়াতে হয়
সেই থেকে আমিও নির্বাচনের পথে
এলোমেলো হাঁটছি হারজিতের দিকে
তাকাবার সময় খুঁজে ফিরিনি তবু
একা নয় দুজন পাশাপাশি চলেছি
লেখা পড়া লেখালেখি চাকরির পর
আসে ঘর ঘরণীর নির্বাচন থেকে
কয়টি সন্তান চাই সেখানেও এক
দারুণ পরীক্ষায় পাশ ফেলের খেলা
সবার উপরে হেঁটে এসে ভোট চায়
জীবন গণ রাজনৈতিক নির্বাচন।







অজানা নয়

এই অপমান কাছে টেনে সারাক্ষণ হৃদয় শরীরে
নেই ক্যান প্রতিবাদ ? আছে চুপচাপ থাকার প্রয়াস
জীবনের মাঝ রাতে এসে অকারণ শুধু
মাছি মেরে হাত মাটি করা কি উচিত হবে ?
লাল থেকে নীল তারপর সবুজের সমাহার
আবার কি সেই ফেলে আসা দিনে ফিরে যাবো ?
না না সেদিকে যেতে চাইনে ; চাই জল ছল ভালোবাসা
চাই নিকট আর দূরের উঁচু নীচুহীন বসবাস

এই গানের কাছে অমর সে যুগ এ যুগ
সারা জীবন কেঁদে ফেরার সহজ বলয়
যুগে যুগে এই অপমান হয়ে গেছে কতজন
তার পরিণাম বড়ই অশুভ ছিলো সে কথা অজানা নয়।








মিলিত আপন

সুখ যাকে বলে তার সাথে আজ
চলছে দারুণ হাতাহাতি
দেখছে সবাই কেউ
কিন্তু অবাক নয় ...
বলছে যা আসে মুখে তাই

দুঃখ যাকে বলে তার সাথে আজ
অনেক দিনের বোঝাপড়া
হয় যদি হয়ে যাক
এই যে করে ফেলেছি
হৃদয় পাথর রাতারাতি।