আবদুস
সালাম
মিথ্যে পৃথিবীর
সংসারবৃত্ত
মিথ্যে
পৃথিবীর সংসারবৃত্ত -----
গাছেদের জীবন
মেনেই অলৌকিক সমাজ ভাবনা
ক্রমশঃ হারায়
সপ্তপদীর সুর
চেনা মানুষের
দলে অচেনার কূটকাচালী
মিথ্যে
সম্পর্কে তৈরী হয় বাথরুমের আন্দোলন
দুঃখগুলো
ডানা ঝাপটায়
মানবিক উঠোনে
কাঁটা তারের বেড়া
ডুব সাঁতার
চিত্ সাঁতার মেনে গতিহীন দর্শন
সময়ের
বেড়াজাল ভেঙে ভাসছে স্বপ্ন
মমতা মাখানো
প্রত্যাশায় চলে দড়ি টানাটানি খেলা
দরজার ওপারে
পড়ে থাকলো
ভিজে যাওয়া
নির্জনতা আর
গাছেদের
সংসার যাপনের কথা চিত্র -----
ঘূর্ণাবর্ত
নিজেকে
বিলিয়ে দিলাম মহাকালের পথে
আশাহীন
আপোশগুলো বালিয়াড়ী উপত্যকায় বন্দী
বিষাদের
শাস্ত্র খুঁজে দেখি আত্মার ঘুমন্ত মিছিল
সময়ের হাত
ধরে বেজে উঠছে মহাকালের অগ্নিবীণা
বিনিদ্র
বলাত্কারে কেঁপে উঠছে তান্ত্রিকিজমের মধ্যযুগীয় স্তম্ভ
থ্যাংকলেশ
ভাবনায় পালিত হচ্ছে কুত্সিত অবসর
ফুলদানিতে
সাজিয়ে রাখলাম বেনামি রাত
ওপারে ভাসছে
নিরক্ষরেখার বেগুনী চিত্কার
আল্ খাল্লার
নীচে লুকিয়ে আছে স্বত.সিদ্ধ অন্ধকার
সময়ের সাথে
ঝরে পড়ছে মহাকালের করুণ উপহাস
ঈশ্বর
সংশয়ের
কিনারায় দাঁড়িয়ে আছি
আবেগ
হামাগুড়ি দেয়
দুর্ভাগা
জনগণ হারিয়ে ফেলে পুঁজি
মানুষের কথা
বলতে বলতে তোমারাও ঈশ্বর হয়ে গ্যাছো
মূল্যবোধের
দরজায় তোমারা কাঁটা দাও
অথচ
একবুক
বিশ্বাসের ফুলঝুরি নিয়ে মঞ্চে মঞ্চে পতাকা ওড়াও
বুঝে উঠতে
পারিনা সংশয় দোলা দেয়
এক পা সামনে
তো দুপা পেছনে
গণতন্ত্রের
চাটুকারীতায় দেশের কোমর ভাঙে
তোমারই
তো আমাদের ঈশ্বর
অনুরোধ করি
মানুষের কথা
তো অনেক হলো এবার দেশের কথা বলো
ভ্রষ্ট বিশ্বাস
ভ্রষ্টাচার
এখন সমর্থন যোগ্য কি না প্রশ্ন উঠতেই পারে
রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত তার বিলাস কথা
দ্বিধা-দ্বন্দ্বের
মাঝে ভ্রান্তি প্রলেপ মাখায়
শুয়ে আছে
দীর্ঘ রাত
ভ্রান্তির
আঙিনায় নৃত্য করে ভ্রান্ত পুতুল
ঝরে পড়ে
ভ্রষ্ট বিশ্বাসের বিষন্ন পালক
অসত্যে
রাঙানো পতাকা ধর্ম -জল্লাদ ওড়ায়
গাঁটছড়া
বাঁধে হৃদয়হীন অশ্লীলতা
অধর্মে
আস্ফালনে ধর্ম মুখ লুকায়
ভ্রষ্টাচার
ডানা মেলে
দিব্যি নারী
রঙের ভ্রষ্টাচার গিলছে মানুষ
বিষন্ন
পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে আছে নীরবতা
ভ্র্ষ্ট
বিশ্বাসের জ্বরে সবাই কমবেশী আক্রান্ত
প্রেম পূজারী
অভ্যাসের
ক্ষয়জাত পর্বত দাঁড়িয়ে আছে
দিন আনা দিন
খাওয়ার গল্প দানা বাঁধে
দিবারাত্রি
বেজে চলে চিন্তার ঢোল
লুকোচুরি
খেলে বিরহের মরশুম
ভাতের লোভে
কাকের ঘুরপাক খায়
ছড়ানো ভাতে
লেগে থাকে অবেলার গান
অভিশাপ পেখম
মেলে
ভ্রষ্ট
দেবতারাও বিমূঢ় বনে যায়
সুযোগ পেলে
ভালবাসাকে দংশন করে বিষাদ
দিন আনা দিন
খাওয়ার গল্পে পলি জমে
পলি ক্রমে
রূপায়িত হয় শিলায়
তাইতো শিলার
রাধা কৃষ্ণ বানিয়ে আজও আমরা পূজা করি ---