বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

রবীন বসু



রবীন বসু

প্রেম ও বর্ষালিপি


কদম গাছের নিচে যদি শ্রীরাধিকা আসে

বাঁকা কেষ্ট বাঁশি হাতে কোন্ ডালে ভাসে?

ভাসা তো সহজ নয়, প্রেম জানে সে কথা

রাধার হ্লাদিনী-শক্তি কৃষ্ণের জীবনে যথা l








বর্ষার ভাষালিপি আদপে খোঁজে সেই প্রেম

যমুনা জলে স্রোত হৃদয়ে জাগে কিছু ফ্রেম l

আজীবন বহমান আকাঙ্ক্ষারই প্রবল গতি

প্রেম জানে বর্ষালিপি তার তিমির-জ্যোতি l








হৃদয় আকুল হলে বর্ষারই ধারা নামে মাঠে

সিক্ত শরীর জুড়ে মাঝি নৌকো বাঁধে ঘাটে l

ঘাট তো প্রত্যাশা চায়, ভ্রমণের একান্ত স্থিতি

সব প্রেম বর্ষাজলে ধুয়ে নেয় জীবনের গতি l








কখনও বেহিসেবি হয় দুরন্ত জলের প্লাবন

প্রেমও মানে না বাধা, অশান্ত গর্জনে শ্রাবণ l

সারাদিন ঝরে যায়,  সারাদিন বিরহ-আকুল

বহুদূর থাকে যারা, বুকে শুধু আগ্রহ ব্যাকুল l








মেঘের দূত যদি চিঠি বয়ে আনে দয়িতার ঘরে

সমস্ত অলকাপুরী জ্বলে ওঠে প্রেমানল পরে l

আগুনও নিভিয়ে দেয় মিলনের বারিধারা এসে

আবহমানে  ভাসে  প্রেম, বৃষ্টি  হয়েই পরিশেষে !