ঝুমা
মল্লিক
বৃষ্টি পড়ে টাপুর
টুপুর
বৃষ্টি পড়ে
টাপুর টুপুর
বৃষ্টি পড়ে
সারা দুপুর
বৃষ্টি পড়ে
মনের কোনে
বৃষ্টি পড়ে
শান্ত বনে
বৃষ্টি পড়ে
শস্য ক্ষেতে
বৃষ্টি পড়ে
পান্তা ভাতে
বৃষ্টি পড়ে
নদীর ঘাটে
বৃষ্টি পড়ে
দূরের মাঠে
বৃষ্টি পড়ে
মাটির বাসায়
বৃষ্টি পড়ে
পাখির বাসায়
বৃষ্টি পড়ে
পদ্ম পাতায়
বৃষ্টি পড়ে
পদ্য খাতায়
বৃষ্টি পড়ে
শাড়ির ভাজে
বৃষ্টি পড়ে
নতুন সাজে
বৃষ্টি পড়ে
ঝমঝমিয়ে ।
বৃষ্টি কামড়
আমার দক্ষিণ
দ্বারে ঝড় ঝঞ্ঝার রাত।
আকাশ কালো ঘন
কালো,কালো মেঘের চাদর।
দ্বন্দ্ব নেই
,জানি মেঘলা আকাশ আজ।
মেঘেই
ভালোবাসা , মেঘেই আশা
বৃষ্টিতে
আমার ভয়,ভয়যোগ
অনবরত জলের
ধাক্কায় মন কাঁদে।
পাথর ভিজবে
না,ভিজবে না কোনোদিন ।
ভয় ,ভীষণ ভয় চারিধারে ।
মেঘের গর্জনে
হৃৎপিন্ড আঘাত আসে আজকাল
আঘাত আসে শহর
জুড়ে
ঘরের কোনে
বসে থাকা মন বৃষ্টি দেখে
বৃষ্টিতে
ভেজা শহর দেখে।দুঃখ দেখে
সর্বনাশা
বৃষ্টি আসে ,ভাসিয়ে দেয় সবখানি ।
বৃষ্টি আসে ,পাহাড় হাসে,ভিজবে না কোনোদিন ।
ভেজা মন
মন ভিজতে
চাইছে,ভেজা বালিস।
কোনোদিন ভেজা
হয়নি,শরীর?
শরীর ভিজবে
না কোনোদিন মনে অকাল বর্ষন।
বৃষ্টিতে
ভেজা বুকে আতরের গন্ধ খোঁজা হয়নি
আমার চাদর
ভিজছে,
শরীর ভিজবে
না কোনোদিন।
চোখের পাতায়
বৃষ্টি আঁকি আবার ও বৃষ্টি আঁকি
জীবন বুঝি
জীবন খুঁজি
পোড়া বুকে
জলচ্ছাস
তবুও বৃষ্টি
আঁকি ,বুকের ভেতর জমাট জল
বৃষ্টি আসে ,সময় কাঁদে ,আবার ও বৃষ্টি আসে
অপেক্ষা,ভিজে যাবে মন,শরীরে জমাট জল।
আমার চোখের জলে বৃষ্টি
নামে
আমার চোখের
জলে বৃষ্টি নামে
বৃষ্টি পড়ে
নদীর ঘাটে
বৃষ্টি পড়ে
দূরের মাঠে
বৃষ্টি পড়ে
দক্ষিণ খোলা জানালায়।
মাটি ভেজে মন
ভেজে মানুষ ভেজে কই?
বৃষ্টি পড়ে
মনের ভিতর
বৃষ্টি পড়ে
ক্ষেতের ভিতর
বৃষ্টি পড়ে
বনের ভিতর
চুল ভেজে
চাদর ভেজে শরীর ভেজে কই?
ভিজছে শহর
ভিজছে পাহাড়
ভিজছে টগর
শৈশব ভেজে
কৈশোর ভেজে যৌবন ভেজে কই?
চোখের কোলে
বৃষ্টি নামে,আবার ও বৃষ্টি নামে
ভিজবে চোখ ,ভিজছে চোখ ,ভিজছে ।
মেঘলা আকাশ
আকাশ অংশতঃ
মেঘলা
মেঘের চাদরে
চাপা পড়েছে আকাশের মুখ খানি।
উঁকি ঝুঁকি
দিচ্ছে সূর্য দেব,ক্লান্তি তার শরীর জুড়ে
আমার মনে
মেঘের বাস,বৃষ্টি আনাচেকানাচে
।
বিদ্যুত
চমকায় এখানে বারোমাস
যত মেঘ তত
শব্দ ,শব্দের ভিড়
তোমার বলা
শব্দেরা প্রশয় পেয়েছে।
আদর যত্নে
লালন পালন করেছি।
পুরনো
আলমারিতে পুরনো কত মেঘ।
স্মৃতি ভাসছে,ভাসছে মেঘ ,মেঘের চাদর খানি।
সিন্দুকে
রেখেছি সযত্নে জানবেনা কেউ
বৃষ্টি এখানে
বারোমাস,ভিজছে মঞ্জুরী
তুমি বৃষ্টি
দেখেছ,মেঘ দেখনি
শব্দেরা
ভিজবে,মেঘের সাথে ভাসবে ।
মেঘলা আকাশ,এবার বৃষ্টি নামবে
।।