মন্দিরা
ঘোষ
সকাল
বর্ষামেঘের
শামুকখোলে
রোদ ইশারার ধানসিঁড়ি
কখন থেকে
চেয়ে আছি
পাতার মাঝে
জলবিন্দু এঁকে
গড়িয়ে পড়ার
মুহুর্তে
আড়াল খুঁজি
শিশির এখন
ঘুমিয়ে আছে
মোলায়েম
পাতার আড়ালে
দুপুর
রোদউন্মেষ
জড়িয়ে আছে শরীর
ধারালো
একাকীত্ব পেতে রেখেছে
অসংখ্য
ঢেউয়ের চাদর
অন্তর্বাস
টুকুও বাহুল্য এখন
নিরন্তর
আত্মযাপনে
ভালবাসছি
নিজেকে আপাদমস্তক
বিকেল
নামছে ধীর
পায়ে
গাছের
ছায়াগুলি ঘন আরো
বোতামের
চারপাশে
বিন্দু
বিন্দু ইচ্ছেবাষ্প
একটি দুটি ঘর
আলগা
ছেঁড়া বস্তায়
সময় জড়ো করে
একক মানুষ
পূর্বজন্মের
সৃতির ধূলোয়
ডুবে থাকে
প্রত্নলিপি
বর্ষাতুলির
বিকেলবিলাসে
একাকীতত্বের
জলছবি
সন্ধ্যে
হেঁটে ফেরা
বৃষ্টিবিকেলের সাথে
দেখা হল কি
তোমার
আধো অন্ধকারে
লুকিয়ে আছি
ভেজা শার্টের
গন্ধ বুঝে নেবে
তুমি অন্য
কোন বিকেল চেয়েছিলে
আমি আলগা
রেখেছি অন্তর্বাস
গোপনে খেলা
করা শব্দের ডেরায়
তোমার
নিমন্ত্রণ আজ
জয় শঙ্খ সুনীল শব্দলিপির ভিড়ে
মিশে থেকো
তুমি
রাত
আকাঙ্ক্ষিত রাত বিরহী বিদ্যুৎ
ঝিরিঝিরি মনখারাপেের মেঘ
সন্নিপাতহীন
ঝড়জলে
ভাঙ্গছে
সাঁকো
শান্ত
শূন্যতায় পাখিজন্মের খেদ
ঘিরে থাকা
নীল বিষাদে
শ্রাবণের
লাজুক আকাশ
দিনবদলের নীল
খামে
চিত্রকর
একমনে বৃষ্টি আঁঁকে