শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

রুমা ঢ্যাং



রুমা ঢ্যাং

আত্মহত্যাকারী

(১)
যে ঘেমো আবেদন নিয়ে ভালোবাসা জন্মায়
পরবর্তী বিধ্বস্ত বিপর্যয়ে
তাকে হয়ত চাপা পড়তে হয় ভাঙ্গা তাসের ঘরের নিচে।

হৃদের দুটো ডানার একটি
আকাশের গায়ে বুক চিতিয়ে উড়তে উড়তে
যখন হয় বিন্দু - অদৃশ্যমান 
তখনই আত্মহত্যায় অঙ্কুরোদগমের দাবী মিশে যায়
দ্রাঘিমারেখা ও নিরক্ষরেখা থেকে
যেকোন দূরত্বে...

(২)
আবহমানকাল সমীক্ষায় দেখা যায়
আঁঠালো প্রেম খুঁজে
আত্মহত্যা শুধু মানুষই করে
আর জীবন খেলতে থাকে রিলে!

পাখির যুগল ঠোঁটে
ভালবাসার আলফাজেরা হয় নিস্তব্ধ...
স্পর্শেন্দ্রিয়ে ছাপ নেই সাঁড়াশি সে প্রেমের।

প্রতিটা আত্মহনন তো আর পরাজয়স্বীকারের নয়!




আন্তঃসংযোগ

শিয়ালের ভোজসভা চলছে
উড়ে যাচ্ছে সরবত থেকে শ্যাম্পেনের বিলাস।
প্রতিটা মহোৎসবের পর অবশিষ্টাংশে বোধ হয় পড়ে থাকে ভেজা শোক
আসুনপান করে যান হে শিকারি।

পৃথিবীটা খাদ্যখাদক সম্পর্কের আঁতুড়ঘর
জীবাশ্মের ভেতরেই আমাদের মায়াবাড়ি।

কার্বন শুষে মা জন্ম দিচ্ছেন শত শত নরখাদক...

ক্লান্তিবিনোদনে অহেতুক মৃত্যু হচ্ছে
ইনডোর ও আউটডোরের আন্তঃসম্পর্ক!

যাবার আগে এবার প্রাতরাশ শেষ কোরো।





শিকারি গান

খোঁজার চেষ্টা করলে
পৃথিবীর শংসাপত্রে শিকার-শিকারি খেলার অনুসন্ধান পাওয়া যাবে
সেখানে এটা নিশ্চিত যে সে চলে যাবে বলেই
মধুমেহ বীজ ছড়িয়েছিল নরম পাটাতনে, খুব পরিকল্পিতভাবে।

বৃষ্টির সফরনামায়
গোলাপি অ্যাপ্লিক সুতোর জমিনে বসে
জোড়তাপ্পি দিতে চাইছে ভালুক মন,
দরকষাকষি আর কতক্ষণ!

প্রত্যেক ব্যাঙ্গমাব্যাঙ্গমীর মিলন শেষে
খাঁচার প্রান্তে একটা করে ঠিক শিকারি গান
লেখা হয়ে যাচ্ছে প্রতিদিন!





গাছেচড়া

ছেলের শিয়রে ডায়নামাইট সত্তা আঁটতে গেলেন মা
বই খুলে দেখালেন গাছ - সবুজ পাতা

জানলার বাইরে আমাদের বিস্মৃত বৃষ্টিপাত
পাতালঘরে কিছু হলুদ শেকড়বাকড়ের জীবাশ্ম।
.
.
শতাব্দী পেরোলে এসব বিষয়বস্তু প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কার
সীমা পেরিয়ে এখন আসুন
ধ্বসের সুনামী গড়ি!





ফায়ারপ্লেস

(১)
আগুন জ্বালতে শিখিয়ে
হারিয়ে গেল শতদ্রু নদীর ভারপ্রাপ্ত পাহাড়াদার
সীমান্ত চুঁইয়ে রক্তজল গড়িয়ে গেলে যোগসূত্র ছিঁড়ে যায়-
মোহ ও সম্পর্কও।
বেলুন স্মৃতিরা ফুলে থাকলেও
বিষাদভূমিতে তারা কোন প্রগাঢ়তা দিতে পারে না।

ফায়ারপ্লেসের পিটুনি খেয়ে লোহাও বাঁকা পথ ধরে!

(২)
সহজপাচ্য ছেড়ে বনের দিকে হেঁটে যেতে গেলে দেখি
নাগাল ছোঁয়া বিশালতা,
গাছের আগার স্বতন্ত্র হওয়ার সিঙ্গেল লাইন

ঝাউবন প্রতিটা রাতে নীরবতার ব্যাপ্তি ছড়ালেও
দাবানল সেসব রাতে আগুনের ঝাণ্ডা তুলে সরব হয়।

(৩)

পাতিহাঁস সেজে ভার্চুয়াল কোলাহলে সাঁতার শিখতে শিখতে
ডেডলাইনের দূরত্ব থেকে
অনিবার্য ভাষাকে হৃষ্টপুষ্ট করে তুলি!

পোড়ার দীর্ঘতায় মৃত্যুবীজ জন্মায় না
যা কিছু কালো তা স্থিরকেবল আলোরা রহস্যের সূত্রপাত ঘটায়।

                                                       -----------------------------------------------