শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

নাসির ওয়াদেন



নাসির ওয়াদেন

স্তব্ধতার সাম্রাজ্যে স্বস্তির দিন
     
খানিকটা বৃষ্টি হলেই মেঘ লজ্জিত হই
ধুলোমাটি মাখি সরলতা হাসি ছড়িয়ে
চারিদিকে শব্দ কোলাহলে নাচে
উড়ন্ত তারা ঝরাচ্ছে মরণের ছাই ।

সাধনা উদ্দেশ্যের কাঁধ ধরে বাঁচতে চাই
অসম্ভবও বাঁচে বাস্তবতার সাঁড়াশি চাপে
মাঠ পোকাদের আলো চেটে চেটে
পথহারা কৃষকেরা জলপথ খোঁজে

সত্যের পচন নেই, পচনের বীজ ঝরে
বিষবৃক্ষ গজে ওঠে মগজভূমিতে
বিকৃতি ঢুকে পরে চিন্তার দেহে--

যুদ্ধরেখা রক্তের দাগ ছুঁয়ে সাধনার চাকা
স্তব্ধতার সাম্রাজ্যে গড়ে তোলে 
একটা স্বস্তির নিঃসঙ্গ দিন ।

                           



বর্বরতার বিরুদ্ধে যুদ্ধ

হিংস্র রৌদ্র নিয়ে এলো অনাবাদী বন্যা
তারার নিঃসঙ্গ পাপড়িগুলো ছিঁড়ে 
ছিদ্রানেষী হাসি ডানা মেলে উড়ছে

ক্লান্তি চুপিসারে নিরামিষ অন্ধকার গিলে
আলো-বাগানে স্বচ্ছতার ফুল ফোটায় --

জানা অজানাকে খুঁজে বেড়ায় পাড়া
উৎসুক্য শব্দকে বেঁধে ফেলছে  ছন্দ-দ্যুতি

ক্যাসলেসের ঠেলায় পে-লেস শ্রমিক
নিয়তি টেনে নিয়ে যাচ্ছে উদ্বৃত্ত খামারে---

বর্বরতা হামাগুড়ি দিচ্ছে চেতনা মাটিতে
আদর্শহীন লেনদেন নিলামে উঠে
আশ্রয় নেবে অনৈতিকতার সংসারে
উল্লাসের করাত কাটছে সংযমের শিলা

বর্বরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে
কবিতার শব্দ আর বর্ণের হাতিয়ার দিয়ে ।

         


     

যুক্তি খোঁজে আমার জন্মান্তরের

মায়ার জাল ছিঁড়ে উড়ে যাচ্ছি 
শূন্যের পথে আলো-পোকা হয়ে
মেঘের বিধ্বস্ত শরীরে আলপনা আঁকি 

পুঁজি পোঁড়ার গন্ধে ভাসে স্বোপার্জিত বাতাস
আটকে পড়েছি শ্যাওলার চোরা ফাঁদে
অন্ধকার বৃত্ত ছুঁয়ে গেল উপোসী রাতগুলো

অনৈতিক কাজ লিপিবদ্ধ হচ্ছে জমাখাতায়
পাওনাদারের বারংবার তাগাদা বাড়ছে

অবিশ্বাস আর মিথ্যা বাড়ে মনভূমিতে
পালানোর পথ না পেলে
যুক্তি খোঁজে আমার মন জন্মান্তরের--

সান্ত্বনার শরীর অমাবস্যার রাত খুঁজছি ।






দ্রোহের মরুভূমিতে উটের কান্না
                                         

সময় মাঝে মাঝে বিদ্রোহ করে
আধো আধো সংলাপগুলো
অনামী রোদে  মিছিমিছি ঢেউ তোলে

ভেঙে পড়লেও রোমের ইমারত গুলি
ভেসে আসবে  বেহালার সুর

বন্ধ্যা অরণ্যে ফুটে পাথরের শীতল চোখ

সত্যের আলমারি থেকে বেরিয়ে                 
আসে মিথ্যের পাঁচালী                                 
থরে থরে সাজানো স্তব্ধতার গোলাপ

দ্রোহের মরুভূমিতে উটের কান্না বৃষ্টি নামায়।


                    



যুদ্ধ ও সন্ত্রাস 

মাঠে ময়দানে সবুজ ক্ষেত খামারে
যুদ্ধ করে আগাছাগুলো বেঁচে আছে
মাথা তুলে আকাশের কাছে চাইছে
এক টুকরো  সোহাগের আশ্রয় ।

শাণিত কাস্তের ধার দিয়ে খচখচ করে
কাটছে শিরা উপশিরা
স্বপ্ন-সৌধ ধ্বংস হচ্ছে আবেগী ইচ্ছেদের---

অন্ধকার পথ । অতর্কিতে হানাবাজি
খুব সংকটময় দিন নেমে আসছে
ধরিত্রীর লালসার ক্ষেত্রভূমিতে
আঁধার আর ছায়া, ছায়া-মৃত্যুর
কিনারায় করে আসা যাওয়া

যুদ্ধ --অলক্ষ্যে আক্রমণ --নায়ক আক্রান্ত
যখন আমি প্রতিরোধী আর সন্ত্রাস
আমার মাথার উপর খাঁড়া হয়ে ঝুলে ---

এবার ইতিহাস হবে ।মানুষের ইতিহাস --
গেরিলা যুদ্ধ --কাপুরুষতার চিহ্ন ঢাকা ---
শ্বেত পায়রা --রঙিন পতাকা --
ভাঙন থেকে আলো-ছায়া নিয়ত বৃত্তের ভেতর
আড়াল করতে থাকে সন্ত্রাস আর যুদ্ধকে ।