হাসিদা মুন
বিশ্বাস
প্রস্তুত
অধিকাংশ বিশ্বাস এখন সহজ সম্মত এবং প্রস্তুত
দুঃচিন্তার বিরুদ্ধে মার্চপাস্ট করে
প্রবেশ করবে আত্মারা
'ওহ, ঐ যে জান্নাতে উৎকীর্ণ সব দেবদূত !
.
অপেক্ষায় আছে পুষ্প ভরা তরী
মুহূর্ত জুড়ে দাঁড়িয়ে আত্মার সারি
সীমাতিক্রান্ত আজব দুনিয়াদারী !
.
নিজের ভণ্ডামির হিসেব কষে সমস্ত
নিজেকেই যে পারে করুক - দোষী সাব্বাস্ত
চলো আমরা যাই বাসন্তিক বাতাসের প্রীতিতে
কানের রন্ধে বিছাই সুর শয্যা - আনন্দ নিঃসৃতে
.
প্রত্যাদিষ্ট নাস্তি রুপান্তরিত নির্ভুল কম্পনে
রেকাবীতে সাজিয়ে বন্দনা করি অহিফেন পান
পাতালের বীণা হাতে গেয়ে যাই নম্রতম গান
.
চলো সগৌরবে উষ্ণ ভূতলের এই স্বর্গ বাতাসেই ভাসি
আমাকে ছিঁড়ে আমি’ বের করে আমার স্বভাবে আসি
খোসা খুলে আজ যুগ্নলোকে মিশে থেকে যাই পাশাপাশি ......
সেই থেকে
কেউ বললো ঢের ব্যথা বইতে হয় ভালবাসায়
সেই থেকে বসেই আছি
ব্যথা বইবার আশায়
কেউ বললো সে এতো কষ্ট যে বাঁচতে পারবেনা
সেই থেকে মরণকেই ডেকে
এনেছি নিজ বাসায়
কেউ বললো অনেক ঝামেলা এমন কাছে আসায়
সেই থেকে দূরকে বলেছি ‘কবুল’
চেয়ে আছি আকুল প্রত্যাশায় .....
টিপের
নিচে ফানাফিল্লাহ্
আমার টিপের নিচে ফানাফিল্লাহ্
মাথার উপর সাত রঙেতে
জজ্ বা -নূরের ঝলকানি
.
আট কুটুরী -নয় দরোজায়
পুরুষ সাধে ত্রিবেণী
.
নারীর ত্রিভুজ আগায়- 'দশ' দরজা
চল্লিশ সপ্তাহ আটক করে
কেব্ লা হতে রওজা দূরে -মুহাব্বাতের খিল্ টানি ......
*
(ফানাফিল্লাহ= বিলীন ,
জজবা= নির্বাণের
টান ,
নুর= আলো ,
কেবলা = ক্বাবা ,
রওজা = মদিনা)
পদাতিক
পতাকা
‘যতি' চিহ্নেরা নীরব হয়ে পড়লে –
আমার চোখ ঘোলাটে
দেখায়
তারপর যখন সত্য জানতে চাই
সত্যরা তরল হয়ে গড়িয়ে পড়া শুরু করে দ্যায়
বিরাম আর দিতে পারিনা সেসবে - অবিরাম থেকে যায় ...
.
প্রাচীন নেস্টোরিয়ান উপকথা
সাসানীয় পারস্য ক্রমবিকাশ
মিশর - বাইজেন্টাইন পাথুরে সাম্রাজ্য
'ডিলমুন ' বাগানে জান্নাতের সুমেরীয় কাহিনী
উত্থান -পতনের খোঁদাই নগ্ন শিলালিপি
সিন্ধু নদের উপত্যকার উজান ঠেলে
তুরস্কের 'আরারাত' পর্বতের শৃঙ্গে আঁটকে
'পিরেনে' পর্বতমালা টপকে
আজকের এসব অধ্যায়ের মাঝপথে গড়িয়ে এসে যায়
.
জলবায়ুর জলরঙা পাড়ে
আলপথের আলুথালু উঁচু নিচুতে
গেরস্থালীর কুণ্ডলিত ধুঁয়ায় চোখ কচলে
ভাসে ছাইরঙা আকাশ মালায় ...
.
এঁকে বেঁকে উঠে আসে কংক্রিটের ফাটা ফোঁকর গলে
ইনিয়ে বিনিয়ে বলা 'এক যে ছিল'
জীবনের লুকোচুরি খেলা গল্পে
আমি অনুগত সৈনিক হয়ে এ গল্প ও গল্প শুনতে শুনতে
ক্রমাগত যাই এগিয়ে
পদাতিক
পতাকা হাতে নিয়ে ............