শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

সুকান্ত ঘোষাল





সুকান্ত ঘোষাল


দোলের রং আর পুরোনো জাঙিয়া

|

ব্রিজের নীচের দিকটা
দু'পায়ের মাঝে ফাঁকটুকুর মতো
মনে হয়।

যেদিকে জলের মুখ
তার উল্টো দিকে হাঁটি।

আরেকটা রংখেলা-

বিদ্যুতের তারে ছেঁড়া জাঙিয়া
স্যান্ডোগেঞ্জি।






|

পুরোনো জাঙিয়া দিয়ে
ঘর মুছতে দেখেছি।

কখনো এর মধ্যে আমি
আমাকে মেঝেতে ফেলে
কেউ ঘষছে।

এই কারণে বক্তৃতাকারীর
দুটি চোখ - দুটি কান
থাকা প্রয়োজন

জাঙিয়া আর মেঝের
মধ্যবর্তী
কিছু ধূলিকণা।






|

একটি লাভজনক প্রস্তাবে
ফেরিওলা কোনো নতুন জিনিস
দেয়নি কখনো।

অথচ অনেকগুলো রোদ
অনেকগুলো বাতাস-

আর একটি পুরোনো জাঙিয়া।
-----------------







সামতলিক
--------------
যাদের হয়ে আকাশটাকে চিবিয়ে ফেলা
আর এই সামতলিক অংকগুলোয়
উল্টে ফেলেছি ধানজমির অনীহা দুপুর

জাদুকরের আওড়ানো মন্ত্রে  চূর্ণ হওয়ার
ইচ্ছে প্রকাশ - বাচ্চারা হাত রাখতে
পারে না
তাঁতে বোনা পথ-এবং এই রুটে
                                একমাত্র সওয়ার

আমার প্রতিবেশী , ছিপছিপে নিরবতায়
ভেবে নিই

            সুতোটির অগনিত টুঁটি চেপে ধরা।
----------------------------







বঙ্গানুবাদ
-------------

বর্ণের পায়ের সঙ্গে জড়িয়ে গেছে স্রোত
দু'একটি পাখি উড়ে গেলে
আজ আর ছুঁড়ছি না উচ্চারিত তির।

গন্তব্য পতনের শ্রবণযন্ত্র
যেখানে জট পাকিয়ে বিশ্বস্তসূত্রটি
আর আমার মাঝদুপুরের বেদনা-

ফাইভ স্টার রেটিং
তল্লাট পেড়িয়ে যেতেই
                       এ দৃষ্টি আমারই...

এবং ছিন্ন বার্তার ধারালো পকেটে
                       বঙ্গানুবাদ।
                                 ----------------------------