হাসিদা
মুন
উঠে দাঁড়াও বাংলাদেশ
চেঁচিয়ে উঠবে একদিন
একযোগে সব রাত
সাপের মতো মুচড়ে উঠবে
পিচঢালা রাজপথ
ড্রেনের বিষ্ঠা ছলকে এসে
পড়বে তাদের মুখে
যারা এদেশ করে ছাড়ছে
মগের মুল্লুক সুখে
ইট পাথরে একজোট হয়ে
দেবেই তাদের রুখে
বৈরাচারী স্বৈরাচারীর
ইতরামি সব শেষ
জীর্ণ শীর্ণ কাঁধ
ঝাঁকিয়ে উঠে দাঁড়াও বাংলাদেশ .....
কষ্টের লাল রঙ
ইতিহাস মনে রাখেনা কেউ
সাথে আমিও অনেক কথা ভুলে
যাই
ওই শোনো !
দুঃখ শোকের নিজস্ব
গজরানি শোনা যায়
বেঁধেছে স্বাধীকার বাঁধন
বাংলার স্বর সমৃদ্ধ নিবিড় বাংলায়
মানুষ থাকতে হলে
মানুষের অবদান
মনে রাখা শিখতেই হবে
কি করা - শিখি তবে
নিজেকে ঝাঁকিয়ে
কয়েক ফোঁটা কষ্টের লাল
রঙ ছড়াই ......
মাতৃ বর্ণবলয়
লক্ষ শহীদের ত্যাগে
পাওয়া বাংলাদেশ
এই সুমিষ্ট ভাষা
আমার মাতৃ বর্ণবলয়
সাম্প্রদায়িকতার পচা
শামুকে পা'কেটে
সামনে যাওয়ার পথে
রক্তাক্ত হয়ে -খেই হারায়
একই জাতি তবুও কি
বিচিত্র !
ছিঁড়ে খুঁড়ে ফেলে নিজ
মানচিত্র
বিজয় মালার পেলবতা
শুকিয়ে বিকৃত দেখায়
কখনও কখনও সে মাল্য -
ফাঁসির দড়ি হয়ে যায়
আমার মাথার ঘোমটাও
প্রতিবাদের তুমুল বাতাসে
খুব আক্রোশে
খসে পড়ে যায়
...............
অফুরন্ত বিশ্বাস
দমকা কাঁপনে এক
ফেব্রুয়ারিতে
জ্বলে উঠেছিলো ভাষার
কিচিরমিচির
উড়েছিলো কিছু
মায়ের ভাষার
সুযোগ্য অক্ষর বিন্যাস
মসলিন আঁচল
দেশপ্রেম জড়ানো
বুকের সুতীব্র নিঃশ্বাস
তার রেশ বয়ে নিয়ে যাবো
সাথে অফুরন্ত বিশ্বাস
.......
একুশ ! একুশ ! একুশ !
একুশ' মানেই
পায়ের নীচে মত্ত আলপনায় বর্ণমালার মুখ আঁকা
হৃদপিণ্ডের দরজায়
দেহকম্পনে বার্ষিকিতে বেঁচে থাকা
পোষা দিন রাতগুলো মুঠোয় পুরে স্বদেশের ছেঁড়া মানচিত্র
দেখা
একুশ মানেই
হিসাবের করতলে বেহিসাব লেখে রেখে যাওয়া প্রকৃত
দেশের গায়ে শত আঁচড় আছড়ে পিছড়ে থ্যাঁতলানো বিরক্ত
মাটি ফুঁড়ে বেরোয় 'গডফাদার' দাগী সন্ত্রাসী মাস্তান ক্যাডার
সুবিধাবাদী যত
একুশ মানেই
যেন মহামারী লাগা দফতরে কাজের ফাইল বন্ধ
প্রাপ্তির নিগুড়ে কাল সাপ দোলে স্বার্থের টানে অন্ধ
নরক নয় তবুও বিনা কৈফতে শাস্তি ভয় ভ্যাজালের প্রবন্ধ
একুশ মানেই
বহুরূপী দেশদ্রোহীদের লম্ফ ঝম্ফ আস্ফালন
টাকরায় আটকানো বাচনভঙ্গির 'ফরেন' উচ্চারণ
কোনমতে সটান বিদেশে কেটে পড়ার পাসপোর্ট গ্রহণ
একুশ মানেই
দেশমাতৃকার সম্ভ্রম লুট হয়ে যায় ভূমিদস্যু জলদস্যুতায়
বিপুল জলপ্রান্ত পাড় মিলেনা মনস্তাপে
শহীদের অভিশাপে কাঁপে হৃদয়
কপট দেশপ্রেমিক খুঁজে খুঁজে ডুবিয়ে দিতে চাই পদ্মা মেঘনা
যমুনায়
কাঁপে হাত কাঁপে
ভুল ধরতে বিবিধ পরিতাপে -
হারপুন ফেলবো কোথায় ...?!