বিভাবসু
দে
অলীক প্রেম
রাতের পাঁজরে আরেকটু রাত
ঘনিয়ে আসে,
আমার আয়না জুড়ে তোমার
ধূসর নিঃশ্বাস;
কাঁটা বিঁধে রক্ত ঝরে
গোলাপের বনে,
বসন্তের সবুজ জাগে শীতের
কুয়াশায়,
তোমার বিবর্ণ শিরায় আমার
ধমনী মুখ;
লাল আরও লাল হতে হতে
কালো হয়ে আসে দিনের শেষে,
বনের পাখিরা পথ ভুলে যায়
স্বপ্ননগরীর হিমেল
সন্ধ্যায় |
কবিকথা
কবির পথচলা নিভৃত
অন্ধকারে
অজানা পথ বেঁকে বেঁকে
যায় গলির মরীচিকায়,
দু'ধারে তার মাতাল করা ছায়া.....
শর্মিষ্ঠা, কাদম্বরী, বনলতারা
ভিড় করে পাশে;
ছবি, স্বপ্ন আর কথা, আরও আরও কথা,
নীরবে কলম ডুবে যায়
কালির ক্ষুধায়;
কবি রাত জাগে,
তমালের হিজলের বনে তার
ভোরের দোয়েল পাখি,
আর ট্রামে কাটা-পড়া লাশ |
পূর্ণিমার চাঁদের গায়ে
আরেকটু আঁধার নামে,
নীলের তীরে তার
ছন্দ-অভিসার;
পিরামিডের দেশ ছেড়ে
যাত্রা তার তিতাসের বুকে,
গোমতী, গঙ্গা পেরিয়ে গান্ধারের পথে,
কবির পথচলা নিভৃত
অন্ধকারে |
হারানোর গান
একা দাঁড়িয়ে আছি আকাশের
তীরে,
মগ্ন মেঘে তার হেমন্তের
গান,
মেঘ জমে জমে আসে, আকাশের বুকে
উড়ে যায় পায়রার দল,
আঁধার ভেঙে শ্রাবণ নামে
বসন্ত সন্ধ্যায়, শিশির শুকায়;
সর্ষে ক্ষেতে গিয়েছিল
যারা
ফিরে গেছে শবযাত্রা সেরে,
শুধু আকাশের তীরে ধূসর
বালিকা
আর লালমাটির সোঁদা গন্ধে
বারুদের ধোঁয়া;
আমি দাঁড়িয়ে আছি একা, আকাশের তীরে |
শেষ রাত
ধুলোমাখা কিছু হলদে পাতা
আর মরচে পড়া কলমের মুখ,
ধূসর পাণ্ডুলিপি উড়ে যায়
বিবর্ণ বাতাসে;
সন্ধ্যে নামে, মরা তুলসির তলে কেঁপে কেঁপে উঠে নীরব ছায়া,
অমাবস্যার চাঁদ, অতীতের কালো জলে প্রতিবিম্ব
খুঁজে,
লক্ষ যুগের জমাট বাঁধা
কথা,
আর কুয়াশা নামে
স্বপ্নদীঘির ঘাটে;
ওপারের আমলকিবন আরও একা
হয়ে যায়,
আঁধার জড়ায় কালো গাছের
ডালে,
মৃত্যুনীল শীতলতা জড়িয়ে
ধরে বুকের পাঁজর;
তবু ঝাপসা চোখে, কে যেন আসে সাঁকো বেয়ে,
নদীর জলে ছায়া কাঁপে তার,
আঙুলের ফাঁকে জোনাকি আর
পায়ের নিচে সোঁদা গন্ধ ভাসে;
আমার চোখের কোণে নোনাজল
আর ধমনীতে শেষ হাহাকার |
ধূসর স্মৃতি
যে ধূসর পথ বয়ে যায়
দিগন্তের সোনালী ধুলায়,
তার তীরে খুঁজেছি তোমারে
সখী হেমন্ত-বেলায় |
আকাশের সৌম্যপটে
নীলাম্বরী সাজে কে যেন আসে,
বারবার খুঁজেছি তারে
স্বপ্ন-নিরালায়;
জীবনের পশ্চিমে যে কবিতা
নিভে গেছে
মৃত্যু হাহাকারে,
চিতার ধোঁয়া তার, প্রেতযোনি হয়ে ভাসে
আমার গোলাপবনে;
যে চিঠি ভুলেছে পথ, খামে তার শুধু ধুলা জমে,
স্রোতস্বিনী বয়ে চলে
অদৃশ্য ধমনী পথে
একাকী নীরবে,
আমার কবিতার পাতা ঝরেছে
উঠোনে,
কুয়াশায় ভেজা তোমার
বসন্তদিনে |