বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

আবদুস সালাম


আবদুস সালাম  

বিবর্ণ নির্মাণ ভেঙে পড়ে
        .           
অস্পষ্ট হয়ে আসছে যাপন ভূমি
সন্ধ্যা হাতছানি দিচ্ছে ফণিমনসার ঝোঁপে
বিবর্ণ কবিতারা আজ শ্লীলতা হানির স্বীকার

রংচটা মানুষের রংচটা গান
উচ্ছিস্ট মানুষেরা মুগ্ধতার ভানে মগ্ন
নিশান উড়ছে
হাতে লাল পতাকা
বেজে ওঠে আত্মস্বর

বিবর্ণ নির্মাণ ভেঙে পড়ে প্রাণহীন প্রান্তরে





ভাঙা সময়ের গান

বেজে ওঠে ভাঙা সময়ের গান

অস্থির অপেক্ষারা ঢুলে পড়ে
বিশ্বাস হাঁটে ছায়াপথ ধরে

শূন্যতা গিলে খায়
চাপা পড়ে সময়হীন সময়ের স্পন্দন

প্রতিবন্ধী চাঁদ গিলে খায় সময়ের সুপ
জীবন ডুবে যায় নিস্ফলতার সীমাহীন প্রেমে  






বৃদ্ধাশ্রম

জল শূন্য নদী ফেলে রেখেছে জীবন পাঠ
  মাঠময় পড়ে আছে কাটা ধানের গোড়া
তাজমহলের অতৃপ্ত পাষাণে ঝরে পড়ছে আকুতি

 ঝুলে আছে আবহাওয়া বিকারে অস্তিত্ব হারানোর সংকট

সময় চলে যায় বিষাদ শূন্যতায়
নীরব দহনে জর্জরিত শূন্যতার ভাণ্ডার