বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

শিল্পী গঙ্গোপাধ্যায়




শিল্পী গঙ্গোপাধ্যায়


একুশ স্মরণে
  
ভাষা শহীদের ভালোবাসা আর রক্তের সম্মানে
বহু মানুষের উতল আবেগে,ঘামে
গড়া যে স্মৃতির মিনার--
ভেঙেছিল ওরা, অতুল দম্ভে, বিপুল অহংকারে
তারা পরাজিত, শত মানুষের দৃঢ় শপথের কাছে

ভাইয়ের রক্ত,বোনের লজ্জা,রাজপথে পথে
আগুনের খেলা, মুছে দিয়েছিল
মায়ের আঁচল,মায়ের চোখের জল,
আমরা লিখেছি বর্ণমালায়,
বীর শহীদের নাম
আমরা গেয়েছি মাতৃভাষায়
শহীদের জয়গান।

আমার ময়না গাইবেনা আর
তোমার শেখান বুলি,
ঘৃণা আর ক্রোধে প্রতিবাদী আজও
একুশে ফেব্রুয়ারি
স্মরণে, স্মৃতিতে, পলাশের রঙে
একুশে ফেব্রুয়ারি
ভালোবাসা,প্রেমে জাগ্রত আজও
একুশে ফেব্রুয়ারি,একুশে ফেব্রুয়ারি ।।






আজ বসন্ত

মেঘলা দিনে মেঘলা সাজে
একলা মনে
খুঁজছি তোমায়,
তোমার সার্টের বোতাম খোলা
মনের কোনে
গল্প জমায়,
গরম কফি জুড়িয়ে জল
আকুল ব্যাকুল
ভাবছি তোমায়,
আসবে তুমি কেমন সাজে
আজ সন্ধ্যায়...
শীত-কুয়াশা,শ্রাবণ নাকি
মেঘলারঙে!
তাকিয়ে দেখি..
আগুন ফাগুন পলাশ রঙে
রঙ মেখেছো,
মন পাখিটা বল্লো কানে
আজ বসন্ত।।







অভিমান শেষে

সদ্য বিবাহিত জীবনের মত
পাশাপাশি,বর্ণময় মেঘ বয়ে চলে,
কৃষ্ণ বর্ণ মেঘের পাশে পাশে
অমল ধবল পুঞ্জ পুঞ্জ মেঘ...
এই বুঝি অভিমানে অশ্রু গড়ায়,
তারপর,ভালোবাসা মেখে
নীলে নীলে ছেয়ে যায়
সারাটা আকাশ...

অভিমান শেষে,এভাবেই পেয়েছি তোমাকে,
বসন্তের বিহ্বল আহ্বানে।।






ফাগুন

   ফাগুন এলেই
   মন যেন উদাস বাউল
   ঘর-বাড়ি, টাকা-কড়ি,
   বিষয়-আশয়,মায়ার সংসার,সুখ
   পরে থাকে অনাদরে,
   মন খোঁজে একতারা-দোতারার সুর।।






বর্ণিল বসন্ত

তোমাকেই চাই, শুধু তোমাকেই
বসন্তের বিহ্বল ভোরে,
ফাগুনের ওম মাখা
নিঝুম দুপুরে।
ফাগুনের রঙ মেখে
বর্ণিল সন্ধ্যায় তুমি এলে
অভিমান ধুয়ে যায়।
ফাগুনের পূর্ণিমা বড় মধুময়
আমাদের গল্পরা
ঠিক ঠাঁই পায়।।