দেবব্রত তাঁতী
এখনও জীবিত বলে
আঁককাটা ঘরের মধ্যে পা রাখতে না পারলে
বাদ পড়ে যাবে খেলা থেকে
জলের পাতলা স্তরের ওপর কেমন
হেঁটে চলে পিঁপড়ে নিজেকে বাঁচাতে
মাথা তুলে আকাশের হাতছানিতে সাড়া
দিয়েছে এখনও জীবিত বলে ।
কালপুরুষ
জীবন মানেই তো ক্ষয়তে থাকা
তবে মনশক্তিতে জোর আনো
তোমার ওই পাগলমনটাই চাই , বুঝলে কিছু
সবই তো বুঝি কিন্তু
যখন ছাদে উঠি কোথা থেকে
কালপুরুষ এসে ঢেকে দেয়
অশ্রু নদীর দানেঃ
হাতছানিতে যতই ডাকো না কেন
মরুভুমির পথে আমাকে হাঁটতেই হবে
দুপায়ের ফাঁকে তোমার জলের ধারা
আমার ও চোখে অশ্রু নদীর উৎপত্তি
তাই ছুটে চলেছি
জলপ্রপাত
বাস্তব শুধু আবেগহীন শূন্যতা
একমুঠো রোদ হারা
দাঁড়িয়ে দেখতে থাকবে
মৃত্যুর পর মৃত্যু
এ পথ শেষ হবার নয়
কঠিন রোগে শুকিয়েছে জলপ্রপাত
শূন্য
মেঘের আড়ালে রোদ মিটিমিটি হাসে
ঠাট্টায় বলে
তোমার রক্ত তোমার চেয়ে দামি
তোমার মূল্য শুন্য রক্তহীণ