শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

সুকান্ত মজুমদার




সুকান্ত মজুমদার

*স্মৃতি *

আজ বেশ খানিকটা
আমি সহ বিষন্ন সরলরেখা,
ভীনদেশী নাবোঝা পথঘাট
ছায়া পথে মাথা বাচিয়ে
যন্ত্রণা অভিমুখে নত স্মৃতিচারণ।







*আবার *

কিছু প্রাপ্তি আবশ্যকতায়
দুইজন রঙ মোছা সন্ধ্যায়
নিতান্তই পরিণত আছিলায়
আবার মুখোমুখি, দৈনিক বৃষ্টি
আরো আবারো সম্ভাষণ।







* তোতাপাখি *

যে চাওয়া ঘুমধরা অধিকার
চুইয়ে পড়া বোধ মাখামাখি
দিনরাত আতর মাখা গোসা
স্নানের ঘাটে তেল ঘসা
ভেতর ঘরে বুদ্ধিজীবীর
খোলস ছাড়া গোসা
বাইরে মৃদু হাসির তোতাপাখি।






*আংশিক*

সেরূপ বলা আংশিক
কতটুকু নিয়ম মেনে অশ্রু বিহীন
বেদন, কার নিমিত্তে ঝরে।
আত্ম শীর্ষক যতকথা উন্মাসিক
তার আদলে বিন্দু বৃষ্টিতে
আমার রাত্রি একা বন্যা শ্রাবণ
খেলা করি অঙ্গ বিহীন অবস্থানে।






*জলদস্যু*

আর একবার একান্তের বাতাস
ভিজে যাওয়া অপরাহ্ন
মিঠে কম্পমান হাতে
পিচ্ছিল পথে একরত্তি আশ্বাস,
দিবা স্বপ্ন সজীব অশ্রু আকাশে
কালো প্রতিক্ষায়, অনর্গল ঝরে
সে তো বসন্তের বসনা
উন্মুক্ত ফুলের দখিনা আস্কারা,
চুপিসারে ভয় ভ্রোমে নিজবাসে
এ সৃষ্টি নৃত্য জলদস্যুর ন্যায় ।


*******