শংকর ব্রহ্ম
বাউল
-
আমার ভিতরে
অহংকারী এক উজবুক বাস করে
তাকে আমি মনে মনে ঘৃণা করি খুব
অবহেলা করি
তবু সে চায় না যেতে ছেড়ে
আমার ভিতরে হিংসুটে স্বার্থপর এক
ভুল পথে ডেকে নিয়ে যেতে
বারবার হাতছানি দেয়
কিছুতেই আমি তাকে বোঝাতে পারি না
দেখাতে পারি না
আমার ভিতরে থাকা নির্লিপ্ত বাউল।
-------------------------------------------------------
কবি
কবি হয় না ঘরের আপন
আবার হয় না পরের আপন ,
হয় না কবি দলের
হয় না কবি বলের কাছে নতজানু |
হয় না কবি খলের
সে যে সকল কালের প্রতিনিধি ,
সতর্ক এক মানুষ |
কবি যে হয় , আপন মনের খুশি মতো
চলতে ভালবাসে ,
নিজের দুঃখ দেখে , হাসে --
অথচ সে , ভালবাসা ছড়িয়ে দেয় ঘাসে
কবি হয় না সবার মত
তার বুকের ভিতর স্বপ্ন যত ,
তার ফলনে আগ্রহ তার
মনের ভিতর অসীম অপার |
( কবি কারও দাস নয় ,
কবি কারও বাঁশও নয়
হয়তো সে হতে পারে ,
কারও গাঢ় শ্বাস
)
কবি কারও ´ বস্ ` নয়
বশও নয়
কারও
কবি মানে তার চেয়ে বড় কিছু আরও |
--------------------------------------------
মানুষের মন
কত রঙে চমকিত মানুষের মন
ক্ষণে ক্ষণে বদলায় তার রঙ ঢঙ ,
কখনও সে ফিকে নীল কখনও হলুদ
আমি তার রূপে রসে হয়ে থাকি বুঁদ |
মনের আবার রূপ রস
মানে কি যে তার ?
সেই বোঝে
মন যার আছে বোঝ বার |
মনের খবর আর কজনই বা রাখে ?
মন তাই আজকাল দূরে দূরে থাকে
মনের মতন ,
কাছে তার থাকে শুধু যে তার আপন |
মন হীন লোকজন পথে ঘোরে কত, দেখতে তারা সকলে
আমাদেরই মতো
কত রঙে চমকিত আমাদের মন
ক্ষণে ক্ষণে বদলায় তার রঙ ঢঙ |
-----------------------------------------------------
শিল্পি
মালি তুমি
গাছে
তো ফোটাতে পার
ফুল
পাথরে ফোটাও
দেখি ?
আমরা
যারা করি লেখা লেখি
আমাদের
দশা একই
মাটি
কিছু জড়ো করি
বীজ
বুনি
চাড়া গাছ
হলে
সার
জল দিই
তারপর
একদিন গাছ হয়ে
ফুল
ফোটে তাতে
কিন্তু
পাথরে ফোটাতে ফুল
শিল্পকর্ম
লাগে
কুঁদে
কুঁদে পাথরের বুকে
প্রাণের
সঞ্চার করা
মোটেই
সহজ কাজ নয়
তাতে
খুব দম লাগে
আর লাগে
নিজেকে
নিংড়ে দিয়ে
তিলে
তিলে করে ফেলা
ক্ষয় |
গাছে
তো ফোটাতে পার
ফুল
কিন্তু
পাথরে ফোটাও দেখি ?
তবে
বুঝি কারিগর শিল্পি
তুমি এক |
-----------------------------------------------------
বইছে তুফান
দেশে যখন বইছে তুফান ,
নদী এখন খরস্রোতা
লেগেছে বান
লাগিয়ে জান বাজি
হাওয়ার মুখে পাল তুলে দাও
ওগো সুজন মাঝি |
নিরুদ্দেশের পথে এখন যাত্রা যাদের
ডুববে নাকি ভাসবে তরী
ভাবলে এখন চলবে তাদের ?
বিপদ আপদ তুচ্ছ সেটা মন মানে না
জীবন নদীর শেষ যে কোথায় কেউ জানে না |
দেখছি নদী উল্টো পাল্টা খরস্রোতা
হয়তো কোথাও ভাসিয়ে নেবে
তাই বলে কি এই তুফানে তরী ছেড়ে
হঠাত্ কোথাও পালিয়ে যাবে ?
••••••••••••••••••••••••••••••••••••••••