নাসির ওয়াদেন
অগ্নি পাখি
বাঁ কাঁধ ঝুঁকে
জ্বলন্ত অঙ্গারখানি
ছুঁড়ে মারল পৃথিবীর বুকে
আগুন খেকো পাখি গান জানে না
ভুতলে লৌহ ঘর্ম পায়ের ছাপ--
আমার রেসের মাঠের প্রবৃদ্ধ ঘোড়া
একখণ্ড বাতাস চিবিয়ে দৌড়ুচ্ছে
সরীসৃপের মতো গুটি গুটি পা টেনে
এগিয়ে যাচ্ছে সময় দেওয়াল ঘড়িতে
বিষাদ কোনদিন আচ্ছন্ন করতে পারে নি
অগ্নিপাখি ভালবাসার গান পৃথিবীকে বিলোয় ।
রেখাচিত্র
একটা বিকেল স্নায়ুতন্ত্রের সাহায্যে
আমার রক্তরস আর হিমোগ্লোবিন
পৃথক করে রাখে বোতলে---
বোতল আলাদীনের কল্পিত অবয়ব ধরে
রক্তের বিনিময়ে কশেরুকা চিবিয়ে খাচ্ছে
নীল আকাশে ভাবনার বিদ্যুৎরেখা
চিত্র হয়ে আঁকে ভ্রমের গোশালা
অভাব গিলে গিলে খাচ্ছে ভিখিরি পেট
কলজে আর মগজে ডাবের জল •••
সমুদ্রের বালুচরে পক্ষিঘোড়া ঘাস খেতে
বেড়া ভাঙে সম্পূর্ণ
হাতের স্পর্শে আলো আর ফেনা রেখাচিত্র আঁকে ।
ছোটবেলার গান
ছোটবেলার আলো-ছায়া আর বাতাস
আমার যৌবনের কাছে ঘোরাঘুরি করে
হাতের খড়ি দাগ কেটে কেটে বুনন শিল্প•••
বাবুই বাসা জীবিকার আর সন্তান স্নেহের
মুখ চেয়ে তালগাছে ঝোলে --
ছায়ার ভেতর সমুদ্রের ফেনাসমূহ হিম
একটা শৈশব সকাল চেয়ে বার্ধক্য অধীর
বুকের মাঝে শব্দের ছটফটানি শুনি
হয়ত অনাগত দিনের জন্যে একটা
মিষ্টি বাতাস ডেকে আনছে ভবিষ্যত
অতীত তো ঘৃণার জামার কলার ধরে
দাঁড়িয়ে আমার জন্মের আগে থেকেই --
ছোটবেলার গান শুনিয়ে যাবে জোছনার বাতাস ।
ল্যাম্পপোষ্ট
বাইরের পৃথিবীর ভেতরে আরও
একটি পৃথিবী ঝুলছে
মরাবৃক্ষের ডালে ফাঁস লেগে ঝুলছে সময়
বলশেভিক কিংবা বিপ্লব বাদী
যাই বলো
ল্যাম্পপোষ্টটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জরিপ করে
উষ্ণতা, আবহ আর রক্তের সংমিশ্রণ
কাঁদুক আগ্নেয়গিরি --
একটা ঝোলা এসে পিঠ ভারী করে যুগান্তর
বল্লামের খোঁচা খেয়ে শণিগ্রহ
যথার্থ বৈজ্ঞানিক মতবাদ খোঁজে
ল্যাম্পপোষ্টটার বয়স যত ততটাই
কী পৃথিবীর বয়স বেড়েছে----
জন্মদিন
প্রমগ্ন এক ছায়া-মূর্তি ইতিহাসের পাতা খুঁটে খুঁটে দেখছিল
জন্মদিন কিভাবে বিচ্ছিন্ন করে স্থান, কাল ,
পাত্র আর ভগ্ন উপত্যকা ---
কলম লিখে রাখছে পাপ-পূণ্যের হিসাব
সূক্ষ্মানুসূক্ষ্ম লোভ লার্ভার মতো কচি কচি
সবুজ খেয়ে অমানুষিক যন্ত্রণার রেশম গুটি
হালকা লাগছে কাঁধ
ঝোলাগুলো হাঁটতে হাঁটতে রাতের কিনারা
পার হয়ে পূর্ব দিকে চলে যাচ্ছে •••
আর একটা সূর্যোদয়
ঐতিহাসিকগণ একখানা পুঁথি খুঁজছে আর
মঙ্গলে -অমঙ্গলে গ্রহসমূহ রেখাচিত্র ধরে
টানাটানি করছে
স্কুলব্যাগ নিত্যদিন ঝাড়পোঁছ করে ভিটেমাটি
শিশুর মনন ও চিন্তা পরিধির বেড়া ভাঙে
বেড়া টপকে টপকে হস্তশিল্প চেতনার
ইলাসট্রেশন আর ত্রিকোণমেট্রির ছবি
একাকীকরণে নির্লিপ্ত ---