শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

রোশনি ইসলাম




রোশনি ইসলাম

ঘূর্ণিঝড়

অতল গভীরে ঘূর্ণিঝড়
ছিন্ন-বিছিন্ন দর্পণ
বাতিল বিমানযাত্রা
দূরভাষ বার্তালাপ
অকুণ্ঠ সমর্থন
চলচ্চিত্র সমারোহ
ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টার
মনস্তাত্ত্বিক
স্বপ্ন-কল্পনায়
সমুদ্র সৈকত






মুগ্ধতা

দৃশ্য ও শব্দ
মিছিলের গান
সুচিন্তিত ভাবনায়
আত্মপ্রকাশ ।
রাত-শেষে
নীল আকাশের নীচে
অন্তহীন পদচিহ্ন
প্রকৃতি ও জীবন
হাসির সিকোয়েন্স ––––
তাড়িত মুগ্ধতা






ডানা

ভেঙে পড়ছে ইমারত গাছ আকাশ
ভূমিকম্প নাকি মানসিক বিষাদ ।
ছুটতে ছুটতে মাঠ পেরিয়ে বাস-রাস্তা
নতুন শহর নতুন মানুষ নতুন পাখির ডানা






আলোছায়া

জ্বলজ্বল চোখ নিশাচর কোনো
ডানায় বন্যশিশির ঝরে পড়ে ।
সাদা আলো ভেঙে
সাতটি আলোর বন্যা ----
আলোছায়া রঙিন সমুদ্রজল ।






মনে পড়ে

চুপচাপ কিছুক্ষণ
ঝড়ের গতিতে ট্যাক্সি
সিঁড়ি বারান্দা ছাদ
লাল হলুদ সাদা গোলাপ
পতঙ্গ উড়ছে
কিছু কৌতুক অনুষঙ্গ
মনে পড়ে