মোঃ সরোয়ার জাহান
পথ খুঁজে পায়নি'
-------------------------
পথ খুঁজে পায়নি
মান অভিমান
বিষাদের দীর্ঘ তটরেখা!
পথ খুঁজে পায়নি
শৃঙ্খলিত বিষণ্ণ মানুষ
মিহিন কাঁচের মতন জ্যোৎস্না!
পথ খুঁজে পায়নি
নবান্নতে ফিরে যাওয়া কাক
স্মৃতির মধ্যে বেঁচে থাকা আলো!
পথ খুঁজে পায়নি
শিকার ও শিকারীর গাঢ় গল্প
একলা বিকেলের ঘূর্ণি বাতাস!
পথ খুঁজে পায়নি
অনন্ত বিচ্ছেদের দুঃখ
চোখে চোখে শেষতম কথা!
=====================
নিষিদ্ধ
-----------
এখন পৃথিবীতে
নিষিদ্ধ
চোখ থেকে অশ্রু
হৃদয় থেকে মমতার রক্তক্ষরণ !
এখন পৃথিবীতে
নিষিদ্ধ নয় সস্কুচিত হতে হতে
আতি ক্ষুদ্র একখন্ড পাথর হওয়া !!
এখন নিষিদ্ধ
পৃথিবীতে শুধু স্মৃতি কিম্বা নিঃসঙ্গতা...!!!
============================
'মেঘেদের বৈভবে'
--------------------
পুকুর দর্পণে
মকর কেন যে ভেসে ওঠে...
পাগল ঘূ্র্ণিতে...
এক-বারো গলেনি বরফ
কখনো যদি শুরু করে
বরফ গলা ,পর্দা-ঢাকা কোন অপরাহ্ণে ...
মেঘেদের বৈভবে .....
বর্ষার মেঘে হৃদয় কাঁপিয়ে
প্লেনের জানালা উপচে পড়ে যদি...
দিগঙ্গনার ছন্দে...
হঠাৎ যদি ওড়না ওড়ায় ...!
======================
‘তোমাকে ভালোবাসি বলেই'
---------------------------------
তোমাকে
ভালোবাসি বলেই
ছুঁয়ে ছুঁয়ে চিনে নিয়েছি
আলোকের আধুলি ও সিকি !
তোমাকে
ভালোবাসি বলেই
চিনে নিয়েছি নাড়ির শেকর
থেকে ফুটে ওঠা ফুল যতো !
তোমাকে
ভালোবাসি বলেই
আমার মধ্যে জেগে ওঠা দ্বিধা
হঠাৎ নদীর মতো ভাসিয়ে দেয় সব !
তোমাকে
ভালোবাসি বলেই
বুক আর কাঁধ বাহু চিনে নেয় স্মৃতি
মৃত্যু দেয় না অমৃত কাঁপায় না বুক আর !
তোমাকে
ভালোবাসি বলেই
শুধু দৃষ্টি দেখলো না কিছু
দেখলো না, দৃশ্যখন্ডে অর্থবহ চিত্রকর্ম কোন দিন!
তোমাকে
ভালোবাসি বলেই
ভালোবাসার ক্ষতি পূরণের বিশেষ ব্যস্ততায়
আকাশে মেঘ হয়ে লেপ্টে আছে স্পর্শের অতীতগুলো !
তোমাকে
ভালোবাসি বলেই
আমি আমার পিছন দিকটা কাউকেই দেখাতে চাই না
শুধু চাই চোখ যেন চিনতে ভোলে না তারে কোন দিন!
তোমাকে
ভালোবাসি বলেই
আমার তীব্র অভিমান
কখনো বা লুকিয়ে রাখতে ভুলিয়ে দিতে
কোনো মর্মাহত মানুষের দুঃখ,লজ্জা যতো অপমান !
=====================================
"নক্ষত্র হীন চাঁদ"
-------------------
ঘুম নেই কবিতার শব্দাবলীও নেই
মদের পাত্র
কিশোরীর চুড়ির ঝংকার
নিঃস্বতার অগুন
একলা নক্ষত্র হীন চাঁদ !
নির্দয় বাতাসে ঝরে
জলন্ত অতীত
তোমার সোনার বরন
মেঘে ঢাকে করে ম্লান
দর্পন দেয় নাকো
প্রতিবিম্ব তোমার...!
আসলে মানুষ স্বভাব জাত
স্মৃতির মাঝে অতীত সুখে
নিজেকে
ভাসাতে চায় অবিরাম
ওহে পরম কমনীয়তা
তোমার বাহুবন্ধ
স্রোতের
ঘুম পাড়ানী গানে..
সূর্য আর চন্দ্রের মাঝ খানে
গভীর ঘুমের মগ্নতায় আমায় বরন করো...!
==============================