বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

সমর্পিতা ঘটক

 

কোনও পত্রিকা বন্ধ হয়ে যাবে শুনলেই মন খারাপ হয়। কবিতাউৎসবের ঠিকানা থেকে চিঠি বা বিজ্ঞপ্তি আসত কবিতা লেখার অনুরোধ নিয়ে, এবারও চিঠি পেয়ে তাই ভেবেছিলাম, কিন্তু খবর তো মন খারাপের! নতুন ও পুরনো কবিদের কবিতা দিয়ে সেজে উঠত এই পত্রিকা। নিয়মিত। অন্যান্য অনেক নিয়মিত ঘটনা গুলোয় এ বছরে যতি চিহ্ন পড়েছে  এবং বদলে গেছে রোজকার পথচলা। বড্ড বেশি বিচ্ছিন্নতার খবর এ বছরে গ্রহণ করতে হল। পাঁচ বছর ধরে, প্রতি মাসে প্রকাশিত হত কবিতাউৎসব ওয়েব পত্রিকা। এ তো কম কথা নয়! কত অক্ষর, অনুভব, আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস জন্ম নেওয়ার, ফিরে পাওয়ার কাহিনি এই পত্রিকার পাতায় পাতায়। অকস্মাৎ এই থেমে যাওয়া অবশ্যই বেদনার। কবিতাউৎসবে আমার পথ চলা বড়ো ভালো, বড়ো আনন্দের। এই তো গত আশ্বিন মাসের সংখ্যাতেও লিখলাম। বেশ কিছু সংখ্যায় লিখেছি আমি নিয়মিত। এই ওয়েব পত্রিকায় প্রকাশিত বেশ কিছু লেখায় পাঠকের প্রতিক্রিয়ায় আত্মবিশ্বাস বেড়েছে আমার। পড়েছি অন্য কবিদের লেখা। সঠিক সময়ে লেখা চাওয়া ও পত্রিকা প্রকাশের সংবাদ চলে আসত মেল মারফত। হেরফের হত না একবারও। উন্নাসিকতা ও উদাসীনতা লক্ষ করিনি কখনও। মোট ৬১টি সংখ্যা প্রকাশিত হয়েছে পাঁছ বছর ধরে। চাইব সংরক্ষিত হোক সংখ্যাগুলি। চাইব কবিতাউৎসব ফিরে আসুক আবার। না হয় থাকল কিছুদিনের বিরতি। কার্যকারণ না জেনে পাঠক ও লেখক হিসেবে এমন বলা খুব সহজ যদিও। বাংলা ভাষায় কবিতা পত্রিকাগুলো চলুক নিজের ছন্দে কবিতাপ্রেমীরা তাই চাইবে। পত্রিকার সঙ্গে সম্পর্কিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানালাম। সবাই ভালো থাকবেন।