'কবিতাউৎসব' তার চলার পথে পাঁচ বছর পূর্ণ করল। বাংলা কবিতাচর্চার ক্ষেত্রে নিজস্ব স্বাক্ষর রেখেছে কবিতাউৎসব। বাংলা কবিতাচর্চার ক্ষেত্রে নিজের ঐতিহ্য রেখেছে কবিতাউৎসব। তার পাঁচ বছরের যাত্রাপথটি বিভিন্ন কবির কবিতা সম্ভারে সেজে উঠেছে প্রতিমাসে। নতুন যাঁরা উঠে আসছেন কবিতার জগতে তাঁরা আত্মপ্রকাশের সুযোগ পেয়েছেন। আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে 'কবিতাউৎসব' এক বিশেষ ভূমিকা নিয়েছে উদীয়মান কবিদের জীবনে। প্রতিমাসে নিজের গুচ্ছকবিতা প্রকাশের সুযোগ তরুণ কবির কাছে খুবই উৎসাহব্যঞ্জক। এতে সে কবিতা লেখার তাগিদ অনুভব করেছে ভেতরে ভেতরে। এমনভাবে নিয়মিত লিখতে লিখতেই সে খুঁজতে চেয়েছে নিজের কাব্যভাষা। আবার অগ্রজ কবির কবিতা নিয়মিত পড়ার সুযোগও পেয়েছে এখানে সে। তার প্রিয় কবির কবিতার সঙ্গেই প্রকাশিত হয়েছে নিজের কবিতাটি, এও তো কম কথা নয়। তার লেখা 'কবিতাউৎসবে'র হাত ধরে পৌঁছে গেছে বহু পাঠকের কাছে। পাঠকের উৎসাহ কবিকেও প্রণোদিত করেছে নিজের সেরাটুকু দিতে। এই 'কবিতাউৎসবে' আমিও লিখি। অনেক পাঠকের ভালোবাসা পাই এখানে লিখে। পড়ার সুযোগ পাই অজস্র ভালো কবিতা। কবিতা প্রকাশের ক্ষেত্রে এঁদের যত্নশীলতা, গুণগত মানের প্রতি সজাগ দৃষ্টি লেখক-পাঠক উভয়েরই মন জয় করে নিয়েছে। 'কবিতাউৎসবে'র দীর্ঘায়ু কামনা করি। পত্রিকাটির আরো শ্রীবৃদ্ধি হোক। আগামীর দিনগুলি সৃজনের হোক, শুভ হোক।