বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

শ্রাবণী সিংহ

 

শুরুরও শেষ আছে.. শেষের শুরুও এভাবেই। স্মৃতিচারণ একেবারেই নয় বলব যে, 'যে দিন গেছে সুখে'পাঁচ বছরেরও বেশিদিন কেটেছে আমার কবিতাউৎসবে.. বিপুল কবিতাসম্ভারে কিঞ্চিৎ সমুদ্রস্নান। প্রতিমাসে মনের তাগিদ থেকেই লেখা। শুরুর দিকে সংশয় আর জড়তাও ছিল অনেক। ঋদ্ধ কবিদের কবিতার মধ্যে আমার সামান্য রচনা..একসময় তাও কেটে গেল। প্রকাশের দিন আনন্দ নিয়ে অধীর অপেক্ষা। ২তারিখ সময়টা যেন দীর্ঘ। লাইভ কবিতাউৎসব থেকেও অনেক উৎসাহ উদ্দীপনা পেয়েছি। জনপ্রিয়তার শীর্ষে থেকেও বন্ধ নয় হয়তো সাময়িক বিরতি চলবে। তবু ভালোবাসি কবিতাউৎসব অনেক অনেক প্রিয় আমার প্রিয়তা..আপনজনের ছোঁয়া পাই যেন। আমি চাই সামান্যতম বিরতিও নয়,কবিতাউৎসব ফিরে আসুক সোনালীতে। আগামীতে যেন আরো আরো জড়িয়ে যাই কবিতার নিয়ন মায়ায়.. শুভেচ্ছায় ভালোবাসায় নতুন দিনের কবিতাউৎসব.. ফিরে এসো।