বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

লিপি সেনগুপ্ত

 

খুব যে একটা লেখালেখি করতাম এমনটি না। লিখলেও নিয়মিত হত না এবং কোথাও পাঠানোর তাগিদ অনুভব করতাম না। এইভাবেই চলছিল গড়িমসি লেখালেখি। ফেসবুকেই একদিন "কবিতাউৎসব" কে পাওয়া। সেখানে উৎসবের সঙ্গী হয়েছি বেশ কয়েকবার। যখনই কোন আহ্বান পেয়েছি বিষয় ভিত্তিক কবিতা লেখায় অংশ নিয়েছি। এক একবার মনে হয়েছে, নির্বাচিত হব তো! মনের সেই দ্বিধা একদিন কেটেও গেছিল। মাননীয় সম্পাদক মহাশয় একদিন ফোন করে দীর্ঘ সময় আলোচনা করেছিলেন। সব সময় সবরকম লেখালেখির আহ্বানে সাড়া দিতে পারিনি হয়ত কিন্তু  প্রায় সব ক্ষেত্রেই আনন্দ আর উৎসাহে  সাথেই থেকেছি। নির্ভুল বানান সহ লেখকের লেখাকে পাঠকের সামনে তুলে ধরেছে " কবিতাউৎসব"। অভিনব বিষয় ও ভাবনাকে তুলে ধরার পাশাপাশি মাঝে মাঝেই পড়েছি অসাধারণ আলোচনা। সেই আলোচনা পড়ে সম্বৃদ্ধ হয়েছি একথা বলতেই হয়। অন্যান্য কবি লেখকদের রচনার  সাথে গড়ে উঠেছে বন্ধুত্বের সম্পর্ক। একটি পরিবারের মত এই অবস্থান।সৃষ্টি সুখের উল্লাসে আমরা সহযাত্রী ...."কবিতাউৎসব" তাই অত্যন্ত প্রিয় পত্রিকা। দীর্ঘ সময় ধরে তার অপ্রতিরোধ্য চলাচলা, তার গতি, তার বিন্যাস আমাকে মুগ্ধ করেছে। অজস্র শুভেচ্ছা আর ভালোবাসা। সকল কবি ,লেখক বন্ধুদের জন্য অভিনন্দন, শুভেচ্ছা রেখে গেলাম। বিশেষ কৃতজ্ঞতা রাখি সম্পাদক মহাশয়ের প্রতি। তাঁর নিপূণ পরিচালনা ও সহযোগিতার প্রতি শ্রদ্ধা, অনেক অনেক শুভকামনা ......