বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

মোহাম্মদ আনওয়ারুল কবীর

 

কবিতাউৎসবের যাত্রা সম্ভবত শুরু হয়েছিলো ২০১৬ সালে। সেই থেকে  নিরবিচ্ছিন্নভাবে  প্রকাশিত হয়ে আসছে এই জনপ্রিয় ওয়েবজিনটি। প্লাটফর্মটির কর্ণধার আমার বন্ধু কবি ও প্রাবন্ধিক শ্রীশুভ্র হঠাৎ সেদিন ফোন করে জানালেন আগামী সংখ্যাই হবে কবিতাউৎসবের শেষ সংখ্যা। তাঁর এ ঘোষণায় বুকে যেন আচমকা শেল বিদ্ধ হলো। তার এ সিদ্ধান্তের কার্যকারণ নিয়ে যে যুক্তি প্রদর্শন করলেন তাতে দ্বিমত প্রকাশ করার অবকাশ নেই। শুরু থেকেই নিরলসভাবে কবিতাউৎসবের প্রতিটি সংখ্যা নিয়ম করে প্রকাশ করে আসছিলেন কবি শ্রীশুভ্র। বিশ্বময় ছড়িয়ে-ছিটে থাকা বাঙালি কবিদের কবিতা সংগ্রহ করা, লেখা বাছাই করা এবং ওয়েবজিনের জন্য লেখা সেটিং করা চারটিখানি কথা নয়। এতো কাজ  একজন মানুষের পক্ষে  নিপুনভাবে করে যাওয়াটা সত্যিই অলৌকিক। দুঃখের বিষয়, আমরা বাঙালিরা সামষ্টিকভাবে যে সব কাজে বৈষয়িক স্বার্থ নেই তা করতে আমরা খুব একটা আগ্রহী নই। কবিতাউৎসবকে হয়তো এগিয়ে নেওয়া যেত যদি আমাদের যুথবদ্ধ প্রচেষ্টা থাকতো। কবিতাউৎসব শীঘ্রই ইতিহাস হয়ে যাচ্ছে। তবে আমি বলবো, এই ওয়েবজিনটি কালের গায়ে ইতোমধ্যেই ছাপ ফেলে দিয়েছে। বাংলা কবিতার ইতিহাসে এত বড় প্লাটফর্ম আর নেই, ভবিষ্যতেও আর হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পরিশেষে বন্ধুবর শ্রীশুভ্রকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি নিশ্চিত জানি,  সাহিত্যপ্রেমী বন্ধুটি বসে থাকার পাত্র নন, খুব অচিরেই হয়তো নতুন কিছু নিয়ে আমাদের সামনে হাজির হবেন। সবাইকে ভালোবাসা।