বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নির্মাল্য ঘোষ

 

পাঁচ বছর পূর্ণ করতে চলেছে আমাদের প্রিয় কবিতাউৎসব ওয়েব ম্যাগাজিন। এত সুন্দর সাহিত্যের আয়োজন প্রতি মাসে খুব কম দেখা যায় - প্রতি মাসে যেন একটি কবিতার উৎসবের ছোঁয়া লেগে যায় আমাদের মনে - আর এখানেই কবিতাউৎসব নামকরনের সার্থকতা। ব্যক্তিগতভাবে আমি কবিতাউৎসবের প্রতিটি সংখ্যা পড়ার জন্য মুখিয়ে থাকি। নির্বাচিত কবিতা গুলোর মান অত্যন্ত উন্নত। উন্নত মানের সম্পাদকীয় লেখাগুলি জীবনের বিভিন্ন দিক খুব গভীর ভাবে স্পর্শ করে। বিভিন্ন বিষয়কে ভিত্তি করে প্রতি মাসে এই উৎসবের আয়োজন করা চাট্টিখানি কথা নয় - এর সঙ্গে আবেগ এবং কর্ম দক্ষতার মিশেল প্রয়োজন - আর প্রয়োজন সৃজনশীল একটি মুক্ত মন। কবিতা উৎসবের মাননীয় ও শ্রদ্ধেয় সম্পাদকমণ্ডলী যে ভাবে অভিভাবকের মত পত্রিকাটির সাহিত্যের নদীতে চলার দাঁড় ধরে আছেন, তাতে আমার মনে হয় কবিতাউৎসবের এই নৌকাটি  বহু পথ  অতিক্রম করতে পারত  অনায়াসে - সাবলীলভাবে। কিন্তু মাঘ মাসে শেষ সংখ্যা প্রকাশিত হচ্ছে শুনে খুব  আশাহত হলাম। এখন পর্যন্ত ৬০ টির ওপর সংখ্যা প্রকাশিত হয়েছে কবিতা উৎসবের। খুব শিগগিরই ১০০ টি সংখ্যার স্বপ্নের মাইলস্টোনও স্পর্শ করবে কবিতা উৎসব -সেই পুণ্য ক্ষণের অপেক্ষায় ছিলাম - কিন্তু মাঘ মাসের শেষ সংখ্যার ঘণ্টা ধ্বনি বেজে যাওয়াতে সে আশা মনে হয় পূরণ হবে নাআমি অত্যন্ত সম্মানিত যে আমার বহু কবিতা মাননীয় ও শ্রদ্ধেয় সম্পাদকমণ্ডলী দ্বারা নির্বাচিত হয়ে উৎসবের এই আঙ্গিনায় প্রকাশিত হয়েছে। আমি অন্তরের অন্তরতম স্থান থেকে কবিতাউৎসবের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করি। কবিতাউৎসবের এই উৎসবে প্রতি মাসে আরো বেশি বেশি সংখ্যায় সাহিত্য প্রেমীরা সামিল হোক সেই শুভ কামনা থাকল - আর এই শুভ কামনা তখনি পূর্ণ হবে যখন কর্ত্তৃপক্ষ মাঘ মাসে শেষ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। আমরা সেই আশায় থাকলাম।