বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

 

পাঁচবছর ধরে কবিতা উৎসবের সঙ্গে যে সুখসম্মৃতি জড়িয়ে আছে তাকে চন্দনকাঠের বাক্সে বন্দি করে নিজের কাছেই যত্ন করে রাখি৷ ধীরে ধীরে গাছটা কখন চারাগাছ থেকে মহীরূহ হয়ে উঠল টের পাওয়ার আগেই ডালপালা প্রসারিত করে আমাদের সকলকে আপন করে নিয়েছে, বেঁধে ফেলেছে ভালোবাসার বন্ধনে৷ নতুন লিখতে আসা থেকে অভিজ্ঞ সকলেই কবিতাউৎসবের ঘরে ঠাঁই করে নিয়েছে পাশাপাশি৷ নদীর মত বাতাসের মত আমাদের সৃষ্টি কবিতাউৎসবের আঙিনায় খেলা করছে৷ কত বিষয়ের ঘনঘটা, বৈচিত্র্য মাখামাখি হয়ে গেছে৷ সৃষ্টি এবং সৃষ্টিকর্তার মনোহারী বিভঙ্গে কখনও প্রেম কখনও বিরহ কখনও রতির জয়, কখনও সংগ্রামী বৃত্তে ঘোরাফেরা করেছে কবিতারা৷ নকশি কাঁথার মাঠে সোনালি স্বপ্নের ভিড়, বারোয়ারি রাজপথে জীবনের ছবি সব, সবটা সামিল হয়েছে কবিতারউৎসবে৷ এপার ওপার মিলেমিশে সংহতির আনন্দে ভেসে যাওয়া কবিতাউৎসব আমাদের সকলের হৃদয়ের কাছটাতে বাসা বেঁধেছে৷ যখন পৃথিবী অপসংস্কৃতি, হিংসা, দ্বেষের অন্ধকারের আষ্টেপৃষ্ঠে বেঁধে গেছে ঠিক তখনই কবিতাউৎসব যেন এক ওয়েসিস৷ তেষ্টা মেটে, ছায়া পাই৷ কাঁচামিঠা রোদ মেখে ভুবনডাঙার মাঠের খোঁজে বের হয়ে যাই৷ যে নদীগুলো এতদিন অন্তঃসলিলা হয়ে বয়ে যেত তারা আজ রাস্তা খুঁজে পেয়েছে সমুদ্রের সঙ্গে সঙ্গমের জন্য নিরন্তর বয়ে চলেছে কবিতা উৎসব সরণী বেয়ে৷ শুভেচ্ছারা ছুঁয়ে যাক, নিরন্তর শুভ কামনা কবিতাউৎসবের ভবিষ্যৎ পথ চলার জন্য৷ এই আত্মিক বন্ধন বহবমান নদীর মত অশেষ হোক বহমান হোক।