কিছুকাল যাবৎ লেখালেখির দরুণ আলাপ হয়েছিল বেশ কিছু সাহিত্যচর্চার গ্রুপের সঙ্গে, সেভাবেই সদস্য হয়েছিলাম মাসিক কবিতাউৎসব পরিবারের, দীর্ঘ পাঁচবছর পরিবারের সদস্য হয়ে কাটানোর পর জোর গলায় এটা বলতেই পারি একে গ্রুপ বললে সত্যিই নিজেকেই অপমানিত লাগবে কারণ কবিতাউৎসব মানে অনেক অনেকটা পথ এগিয়ে যাওয়া ও দেওয়ার অলিখিত প্রতিশ্রুতি ও চুক্তি, এখানে সত্যিই লেখক হিসেবে সম্মানটা পাওয়া যায় এবং অবশ্যই প্রতিনিয়ত উৎসাহ পরিবারের থেকে এত ঋণ এত স্মৃতি কীভাবে বেঁধে দেওয়া শব্দে আটকে থাকবে জানিনা, আরও অনেক অনেক কিছু বলার আছে কিন্তু ওই আবেগে বুঁজে আসছে কন্ঠ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই পরিবার টাকা পয়সার লেনদেন করা প্রকাশক রূপী ব্যবসায়ীদের সাহিত্যচর্চা কীভাবে করতে হয়, তাদের কাছে সপাটে ছাপ রাখে কবিতাউৎসব। পাঁচ বছর আগেই সূতিকাগারে যে সাহিত্যচর্চা গ্রুপের জন্ম হয়েছিল, ঘাত প্রতিঘাত সহ্য করে অবিচল থেকে সে অনেকটা সাবালক, বৃক্ষের ন্যায় ছায়া দেয় নবীন লেখকদের। পাঁচবছরটা পাঁচশো বছর হোক প্রজন্ম থেকে প্রজন্মে, অন্তহীন শুভকামনা, শুভেচ্ছা এবং অবশ্যই কৃতজ্ঞতা রইল।