কবিতার ব্লগ ম্যাগাজিন কবিতাউৎসব ধারাবাহিকভাবে একষট্টিতম সংখ্যা প্রকাশ করেছে। বাংলা কবিতাপ্রেমী’দের কাছে এই পথপরিক্রমা কম নয়। পাঁচ বছর ধরে প্রতিমাসের নির্দিষ্ট দিনে কবিতাউৎসব প্রকাশিত হয়েছে। একজন কবির একাধিক কবিতা। বিভিন্ন ঋতু ভিত্তিক কবিতা। বিভিন্ন বিষয় ভিত্তিক কবিতাও। কবিতার বৈচিত্র্য, কবির বৈচিত্র্য চোখে পড়ার মতো। তাছাড়া প্রতি মাসে একজন কবির সাক্ষাৎকার মহার্ঘ মনে হতো। কবিতাউৎসব একটা ভরসা, একটা স্বপ্নভূমি, একটা দীক্ষিত চেতনায় পরিশীলিত হবার সুযোগ করে দিয়েছিল। মনের মধ্যে সর্বদা একটা কৌতূহল এবং একটা দায়িত্ববোধও উপলব্ধি করেছি। কৌতূহল ছিল এই সংখ্যায় কাদের লেখা প্রকাশিত হচ্ছে; তাঁরা কেমন লিখছেন; দায়িত্ব হচ্ছে ,আমার লেখাও এই সংখ্যায় এখনো পাঠানো হয়নি; দ্রুত লিখে পাঠাতে হবে। সেই তাড়া অনুভব করেই লেখাতে মনোযোগী হতে হতো। সাক্ষাত্কার দিতে গিয়ে বহু প্রশ্নের উত্তরও ভাবতে হতো। অন্যের দেওয়া বিশ্লেষণগুলো জানার আগ্রহ থাকতো। সব মিলিয়ে কবিতাউৎসব একটা প্লাটফর্ম তৈরি করেছিল, যা একজন কবির দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত। সুতরাং কবিতাউৎসবকে আমরা এই পাঁচ বছর ধরে খুব আপন করে পেয়েছি। কখনোই তা ভুলতে পারবো না। সম্পাদক আমাদের প্রিয় শুভ্রদা, তাঁর আন্তরিকতা সস্নেহ ডাক কখনোই উপেক্ষা করতে পারিনি। তাঁকেও ভুলতে পারবো না। দুই বাংলাসহ ত্রিপুরা অসমের বহু কবির কবিতা পাঠ করার সুযোগ আমাদের হয়েছে। নতুন ধারার কবিতাও পেয়েছি। পেয়েছি বহু নতুন কবিকেও। কখনো যদি বাংলা সাহিত্যের ইতিহাস লেখা হয় এবং এই দশকের কথা লেখা হয় তাহলে কবিতাউৎসবের কথাও বাদ দেওয়া যাবে না। যদি কবিতার সংকলন করা হয় তাহলেও কবিতাউৎসব থেকে বহু প্রতিনিধিস্থানীয় কবিতা উঠে আসবে। আশা করব এই কাজটি ভবিষ্যতে কেউ করবেন।