কবিতা উৎসব বিগত পাঁচ বছর ধরে প্রতি মাসের ২১ তারিখে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। সর্বমোট ৬০ টি মাসিক ওয়েব সংখ্যা এবং একটি শারদীয়া সংখ্যার সফল প্রকাশ এবং পাঁচশতের অধিক বিশিষ্ট লেখক লেখিকার বিভিন্ন উচ্চমানের লেখায় সমৃদ্ধ এর প্রতিটি সংখ্যা। আমি নিজে দুবছরেরও বেশি সময় ধরে এই ওয়েব ম্যাগাজিনের সাথে লিখছি। এই পত্রিকার সম্পাদকমন্ডলী অত্যন্ত দায়িত্বশীলভাবে প্রতিটি সংখ্যার অলংকরণ, লেখার বিষয় নির্বাচন এবং লেখা নির্বাচনের দিকটি দেখেন ও লিংকটি ইমেলে পাঠান। শুধু লেখক হিসেবে লিখে নয়। এখানে প্রকাশিত অন্যান্য লেখক লেখিকাদের লেখা পাঠ করেও আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। পত্রিকাটি বিভিন্ন সংখ্যায় বিষয় নির্বাচনের ব্যাপারে যে বৈপ্লবিক ও আধুনিকমনষ্কতার পরিচয় রেখেছে তাও যথেষ্ট উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তিতে জানলাম এই মূল্যায়ন সংখ্যাটিই আপতত এর শেষ সংখ্যা। আমার মনে হয় এইরকম উচ্চমানের একটি ম্যাগাজিন বন্ধ হয়ে গেলে বাংলা সাহিত্য বেশ ক্ষতিগ্রস্ত হবে। আশা রাখবো আমরা যারা এই ম্যাগাজিনে নিয়মিত লিখি তাঁরা সবাই মিলে প্রচেষ্টা রাখবো যাতে এইরকম একটি সুস্থ ও মননশীল পত্রিকা আবারও এভাবে নিয়মিত প্রকাশিত হতে পারে।