কবিতাউৎসব ওয়েব প্রকাশনার পাঁচ বছর পূর্ণ হচ্ছে বর্তমান মাঘ সংখ্যার প্রকাশের মাধ্যমেই। নিরবচ্ছিন্নভাবে ১৪২৬-এর শারদ সংখ্যাকে নিয়ে বিগত পাঁচ বছরে সর্বমোট ৬১টি সংখ্যা প্রকাশিত হওয়াটা একেবারে সহজ কথা নয়। বিষয়টি নিঃসন্দেহে ভীষণ আনন্দের। আর এই কঠিন কাজকে সুন্দর এবং সার্থকভাবে সম্পন্ন করার জন্য সম্পাদক মহাশয়কে জানাই অন্তহীন সম্মান, ধন্যবাদ, শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। সমস্ত আনন্দের মাঝে বিষাদ লুকিয়ে থাকে। দীর্ঘ পাঁচ পাঁচটা বছর ধরে ধারাবাহিকভাবে কবিতাউৎসবের মধ্য দিয়ে অসংখ্য সৃষ্ট কাব্য বিশেষত দুই বাংলার অগনিত পাঠকের দরবারে হাজির করতে সমর্থ হওয়ায়, সেটা কাব্যসাহিত্যপ্রেমীদের কাছে সত্যি সত্যিই একটা উৎসবে পরিণত হয়েছিল। উৎসব ছিল আমার মতো অতি সামান্য এক শব্দচাষির কাছেও। কিন্তু মনটা বিষাদে ভরে গেল তখন, যখন জানতে পারলাম, এই মাঘ সংখ্যার মধ্যে দিয়ে ওয়েব দুনিয়ায় কবিতাউৎসবের পথচলার সমাপ্তি ঘটতে যাচ্ছে। কবিতাউৎসব ওয়েব প্রকাশনার সঙ্গে এতদিনের যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল, তার যেন বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। ওয়েব ম্যাগাজিন দিন দিন যে জনপ্রিয় হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিশেষত, এই অতিমারির সময়কালে যেখানে প্রিন্ট ম্যাগাজিন করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল, সেখানে ওয়েব ম্যাগাজিনের জনপ্রিয়তা হুহু করে বৃদ্ধি পেল। তবে, অসংখ্য ওয়েব ম্যাগাজিনের ভিড়েও কবিতাউৎসবের প্রকাশ প্রায় সমস্ত দিক থেকেই অনেককে পেছনে ফেলে প্রথম সারিতে যে স্থান করে নিতে পেরেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি, দুই বাংলার অসংখ্য কবিকে পত্রিকায় একসঙ্গে স্থান দেওয়াটাও সত্যিই প্রশংসার দাবি রাখে। যেকোন উৎসবের যেমন শুরু আছে, ঠিক তার সমাপ্তিও আছে। এই চিরসত্য কথাটা মেনে নিয়েও মন কেন জানি কবিতাউৎসবের সমাপ্তিকে মেনে নিতে চায় না। আগামীতে নতুন কলেবরে আবারও এমন কোন কবিতাউৎসব শুরু হবে বলে দৃঢ় বিশ্বাস রাখি।