বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

হরিৎ বন্দ্যোপাধ্যায়



হরিৎ বন্দ্যোপাধ্যায়

রোদ ---- ১

রোদ এসে আমার দুয়ারে আল্পনা দেয়

আলো ছায়ার কথকথা
আলোয় রোদ্দুরের রঙ
ছায়ায় বসে থাকে বিকেল

আমি আলো ছায়ার আল্পনায় হাত বোলাই ।





রোদ ---- ২

বিকেলের রোদ মেখে মানুষগুলো
পাঁচমাথার মোড় থেকে বাঁক নেয়
নিজের নিজের বাড়ির পথে

তাদের গায়ে রোদের বর্ণ
সুরের মুখে উচ্চারিত হয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ

তারা একদিন রোদের বর্ণপরিচয় শেষ করে
বাক্যের স্রোতে ভেসে যাবে ।





রোদ --- ৩

ঘর থেকে বেড়িয়ে
রোদে মন রাখি

একটা, দু'টো, তিনটে চড়াই
রোদের পাতায় খেলছে

আমি তাদের কথা শুনতে পেলাম ।






রোদ ---- ৪

রোদ্দুর পায়ে পায়ে
আলোকিত জল

দেখা যায় সবকিছু
যতদূর চোখ যায়

আর ভয় কিসের?
রোদ্দুরের মতো স্বচ্ছ পথ

মাথাটা উঁচু রেখো
বাকি সব উড়ে যাবার খেলা ।






রোদ ---- ৫

রোদ্দুরের গানে
কান পেতে
গাছের ডালে
একটা পাখি

রোদ্দুরের গানে
মিশে যাচ্ছে
পাখির গান