বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

বিভাবসু দে



বিভাবসু দে

বিচ্ছেদ

শব্দহারা শকুনের মত উড়ে বেড়াই ভাবের ভাগাড়ে 
অনুভূতির শীতলতা নিভিয়ে যায় রাত্রিস্বপ্ন মোর ,
কথাবালিকা আমলকিবনে মগ্ন একাকী অভিসারে,
স্বপ্নপুরুষ তার, নিজের পিরামিড গড়ে
অকথিত মরুর মৃত্যু-প্রান্তরে ;
ভাবের দেবতা শীতঘুমে ডুবে যায়
অজানা বসন্ত দিনে |






চির বিরহ

হাড়ের খাঁচায় আকাশটাকে বাঁধি
মেঘের ভেলা ঘনিয়ে আসে চোখে ,

শিউলিবেলায় ঘাসের শিষে ঝরি
কাশের বনের বাতাস কাঁদে বুকে ,

একটি দুপুর তোমার জন্যে রাখি
আঁধারবেলা তোমার আমার মাঝে |





পাপ স্খালন
                        
পিঠ জুড়ে আলকাতরার দাগ ,
সেলাইনে ভরা গঙ্গাজল ;

অতীতের রক্তচোষা বাদুড় ,
বিবেক-পোড়া বর্তমানের পাংশু দেহ ;

রক্ত ঝরে নোনা-গঙ্গা হয়ে  ,
অতীত ভাসে জাতিস্মরের চোখে |





নারায়ণী ক্রোমোজোম                      

পৃথিবীতে কিছু লোক থাকে,
আজব তারা,
অপার্থিব কিছু ক্রোমোজোম
কিলবিল করে বোধহয় ওদের জৈবতন্ত্রে ;
বোকা নয় , দুর্বল নয় ,
তেজটাও নেহাত কম নয় ,
নীলকণ্ঠের ছায়া শুষে জন্মায় ওরা,
সারাটা জীবন বিষ খেয়ে যায়,
উগড়ায় না একফোঁটা ;
আঘাতে আঘাতে যারা বুকটা ফালাফালা করে দিলে ,
তাদেরও ক্ষমা করে এরা একনিমেষে ,
নারায়ণী অস্ত্রটা যেমন,
শিরায় শিরায় সৃষ্টিনাশা ভৈরবী উল্লাস নিয়েও
ক্ষমা করে নিরস্ত্র চিরশত্রুকে ;
সদ্য তপ্ত ঘামে নাওয়া শত্রুশিবির
ফেটে পড়ে মত্ত তান্ডবে ,
তাকে ফাঁকি দেবার ফাঁকা আনন্দে......
সেই নারায়ণী ক্রোমোজোমের মানুষগুলো
শুধু নোনা-হাসি হেসে চলে যায় বহুদূরে ,
সবার অগোচরে |





মুক্তি
                       
আমার শরীরের শিরায় শিরায় ঘাস গজিয়েছে ,
বুকের রক্তিম আর্তনাদের পায়রা উড়ে গেছে খাঁচা ভেঙে ,
কলজে বিঁধে শিকড় ছড়িয়েছে আমলকি গাছটা ;
ফুল ফুটেছে আমার চোখের তারায় ,
অস্তবেলার সূর্য মিশেছে এসে আমারই বুকের নিরালায় ,
আমার চর্বি প্রাণের রসদ হয়ে ছুটেছে তোমার ধমনী বেয়ে ;
আমি অনেক দূরে আজ,
দাঁড়িয়ে আছি সোনালী জলের পাড়-ভাঙা ঢেউয়ে |