জ্যোতির্ময়
মুখার্জি
উইপোকা নিরুদ্দেশ হলে
গভীরে আন্তরিক লিপস্টিক
এখনো অন্ধকারে
উইপোকা নিরুদ্দেশ হলে
স্রোত পোড়ায় দু’জন মানুষ
এবং পাখি একটি কবিতা
চড়াইগুলো হঠাৎ জানলার
ফাঁক গলে
বা ঘুলঘুলির ন্যানোবর্তী
'হা'-মুখে
মাথা গলিয়ে
ফুরুৎ করে মিলিয়ে গেলে
হাওয়া খবর হয়
এবং পাখি একটি কবিতা
নীল স্নানের ভিতর
ছুঁয়ে
নীল স্নানের ভিতর ছুঁয়ে
ঝরে পড়া জল
অর্থে ভিজিয়ে নিলো আণবিক
সম্পর্কবলয়
উন্মুক্ত উরু বা বিচ্ছেদ
মেপে
প্রতিবাঁকে শূন্যস্থান
আসলে
পুনঃসম্পর্কের কুটিল পরিব্রাজন
শুধু সহজ হতে চেওনা
শুধু সহজ হতে চেওনা
শেষ দু’লাইনে
কাজল মাখানো থাক
এখন কোলাহল
জ্যোৎস্না অভিমানে
ভিজিয়ে নিলে চুল
ক্রমাগত একচোখা মশারিরা
শেষ বাসন্তের ফাটা ঠোঁটে
নুন খোঁজে
অন্য কোনো উপযুক্ত নীল
জলে
নিবিড় বিস্ময় ছুঁয়ে
ফেনায়িত দিনলিপি
প্রতিটি নির্মাণ থেকে
ছিটকে
সর্বান্তঃকরণে গোপন পরিখা
কোনো কোনো কালো হাত বা সাদা
কুচো কুচো বিরতিহীন
মিথের উপর
বহুরৈখিক অনুরোধে
এবং একটি চরম দুপুর
অন্য কোনো উপযুক্ত নীল জলে