রবিবার, ২১ মে, ২০১৭

পারমিতা চক্রবর্ত্তী




পারমিতা চক্রবর্ত্তী

ডিঅ্যাক্টিভেটেড লাইসেন্স

১)

রাস্তার উপর কালো পিচের দাগ দেখো
তাকে দেখে খুনী মনে হয় ...
বয়স কম হল না সময়ের
নিভু নিভু টাইমলাইন ঘিরে ডিঅ্যাক্টিভেটেড বিষাদ
বিশ্রাম প্রয়োজন ...
শব্দের মধ্যে যে দূরত্ব বেড়েছে
তার ফ্রিকোয়েন্সি জানা যায়নি ...





২)

একটা সূর্যাস্ত হয়েছে পূর্বে

আলো সাবমেরিনের মত
ভাসমান
শহর হয়েছে শাল , মেহগনি
যতটুকু যৌথ ছিল তাও নিউক্লিও
হয়ে ...
যে দিন থেকে প্লাস্টিকের গোলাপে সেজেছে ঘর

দুটি ঝিনুক আছে হাতে
তার থেকে খুঁটে , খুঁটে বের কর নির্যাস
সে আর কেউ নয়
হ্যাঁ অনিকেত তোমাকেই বলছি

কচুরীপানার বেগুনী ফুলে যে নির্মোহ উত্তাপ আছে তার পরিমাপ
তোমার জানা নেই

এখানে অনটন মানে প্রতিদিন
বিষদৃষ্টি, কাউন্টডাউন
গিলতে হবে একটু , একটু ...





৩)

কবিদের নাকি আবেগবর্জিত ভাবে
লিখতে হয়

কি জান অনিকেত !
অভিমান পারে এমন অঘটন ঘটাতে
এই ঠুনকো জীবনে সহমতের বড় ...

শব্দের পর শব্দ যোগ করলে যে
কবিতা হয় না এই ভাবার্ত
ভীষণ ভাবায়

এই মেটিরিয়ালিস্টিক পৃথিবীতে আমাদের কিছু বলার ...





৪)

অ্যাকোরিয়াম দেখলে মনে হয় বহুদিন মাছ বৃষ্টি দেখেনি
আজ বৃষ্টি বললে খরা নামে
তাই সম্পাদককে " রেইনমেশিন" ভাবতে হয়

১০/১২ ফুটের ঘরে বাইরে থেকে যাকে শৌখিন মনে হয়
তাকে তুলসীতলায় গলতে হয় প্রতিদিন
সন্ধ্যাবাতির পাশে

অভ্যেস রোজ একটু একটু করে পোড়ে ...





৫)

১০ তারিখ আসলে মনে হয় সুসজ্জিত
চেয়ারের কথা
যেখানে ভুল কবিতা'কে অন্তর্বাস পরাতে গিয়েছিলাম

মার্কস যেখানে বিপন্ন
একটা হিসেব কি
ঘোষপত্র দিতে পারে !
পরন্তু লাইসেন্স দরকার সরকারী কর্মশালায় প্রবেশে

তবু কবি থেকে যায় রাস্তার ধারে , কলের পাশে , ঝুপড়ির সংযোগস্থলে
কিছু বলব বলে লিখতে শুরু করেছিলাম
থাক


অনেক বললাম এবার স্তব্ধ হওয়া ...