রবিবার, ২১ মে, ২০১৭

সুকান্ত মজুমদার




সুকান্ত মজুমদার

*তারসাথে*

সে সহাস্য সহন
আছিলায় প্রাপ্তি হীনতা
ছায়া সখা আনমনে দূরে-
অনুকথাময় সবুজ অরণ্য
উচ্ছলিত নদী নীর
একক মন্থনে তট নীরবতা,
হারিয়ে যাওয়া এই আছি
সন্ধিহান মায়া মেয়ে
দুজনেই পথভ্রষ্ট গন্তব্য শূন্যে
পূর্ণতার দীপক স্তম্ভিত
অপূর্ণের বৈভবে,
নিকট তটিনীর বিলাপ গাথায়
ছলছল রঙ্গে পিছে ফেলে যায়
যত পিছুটান, ঔদ্ধত্য।







*কার্পেট*

সেদিন অনেক ভেবেও
যে অশ্লীল অশ্রু ভাষা পায়নি
আজ ওপর জানলার মুখদেখে
রম্য রসায়নে নিজেকে
বিশ্লেষন এবং ছারখার করা,
এভাবেই নাকি প্রগতি আসে
চাদপনা মুখে দুদ-ভাত জোটে
দেখি কর্তব্য বিলাস হয়ে
গলি থেকে রাজপথ গামী সব
অকেজো গাড়ি আস্তানা চায়
আস্তাবলের মোমগলা আলোতে।
দুমুঠো নিদারুন করুণা দর্শিত
অধিকার শৈল্পিক কুৎসা
ওরা পূর্বসুরীদের কার্পেটে
উদ্দাম নাচে ভবিষ্যৎ ভুতে
বারান্দা গলিয়ে সারারাত ঝরে
চির কাঙালের বৃষ্টি হয়ে।







*অগোছালো *

জিজ্ঞেস করা হয়নি
সেদিন কাদের কথায় ভুতের
নাচন দেখা, দেখেছিলাম।
আজ কতটা আজগুবি লাগে
যখন এখনো নাচি?
আমিত আমাকে বলিনা
সাম্প্রদায়িক, তারা শেখায় -
পোশাকি নাম ধর্ম শোকাহত
মুখ থুবড়ে পড়ে থাকে
অভুক্ত সংবাদে, অবুঝ কান্নাতে
রাতজাগা সন্ত্রাস কার ঝুলিতে?
প্রমোদতরী বয়ে চলেছি
শান্তনার নির্বোধ ঘোলা প্রবাহে,
নির্বাচনের দাতব্যে ঘোষিত
মৃত্যু দানা বাঁধে দলতন্ত্রে
সাম্প্রদায়িক বর্বর বীজমন্ত্রে।
অগোছালো আমিতে ঘৃণিতরা
বাসা বাঁধে বিকৃত মনবাসে।







*সমুজ্জ্বল*

দীর্ঘ সময়ের ক্ষয়িষ্ণুতায়
অপেক্ষার অপরাহ্ন, এইত
রাত্রি হবার আমন্ত্রণে,
সে অনেক নামী ভূষণে
তিতিক্ষার বার্তাবহ একফালি
দুজনের চাঁদ, প্রবাহিত।
কাল বৈশাখীর প্রাক্কালে
উত্থিত নবীন বাসার ঘোর
স্বপ্ন প্রচ্ছদে নির্বাসিত এসময়
যে যেমন ছিলাম অনাবৃত
আদিম লালসার প্রথমকথা
আজ সন্তাপ প্রলয় হীম
সব জাতীয় মেঘ যারা এসেছিল
দোহের পদচারণের সর্পিল
পথে আগাছা আবৃত করতে,
আজ অবধি অবৈধ যন্ত্রণা
পরিযায়ীর ন্যায় টুকরো আগমন
সেইরূপ প্রলয় প্রলুব্ধি
সমূহের সমূজ্জ্বল আমিতে
আবারো, দূর্বার আশ্লেষে।







*প্রতিভূ*

এ যেন চিলতে আলোয়
দীন প্রদাহের বার্তা -
অর্জিত কশাঘাত, অকল্যাণ
মাঙ্গলীক দৈবক্রমে
দেশীয় চাতুর্যে ভরাগাঙ
নির্বোধরা ঘুম অন্ধকারে
একগাদা কালো মুখ প্রতিভূ
আরো কর্কট করছে,
কায়মনোবাক্যে প্রায় সমর্পিত
বেনামী সুলভ সমর্থক -
চৈতন্য গামী চাতুর্যতা
একচিলতে আলোর খোজে
আতস বাজির বাজিকর
যে আলো দেখে তারা মন্ত্রমুগ্ধ
আগুন বুঝলে ভিটে পোড়ে
বোকা বাক্সে বোকা বানাতে
কালি মাখা দরদিয়ার

শান দেওয়া বাক্য, নিন্দা ছল।