রবিবার, ২১ মে, ২০১৭

মোঃ সরোয়ার জাহান




মোঃ সরোয়ার জাহান

মেমসাহেব
------------------
মনে করো তুমি আমি
দুজনা দুদিকে সরে গেছি
মেঘ মেঘে বিদ্যুৎ ঝলকে
দুখানা বৈশাখী মেঘ হয়ে!
………হয়তো আবার যদি
ফিরে আসি জীবনানন্দ হয়ে
এই বাংলায়
তুমি এসো তখন,
অনন্ত জন্মের পরে
নাটরের বনলতা সেন হয়ে!
বললে কিছু কবির ভাষায়
.বললে দুই একটা শ্লোকে
আপন মহিমায় নিজ ঢঙে
নিমাই ভট্রাচার্যের
মেমসাহেব হয়ে
..এই বাংলার পথে পথে!
===================




যুগল কবিতা পাঠ-০১
-----------------------------
বৃষ্টি
ঝরা অন্ধকারে
পড়তে চাও-কি
শূন্য হৃদয়ে ঝড়ো বৃষ্টিতে
কিছু কবিতা শূন্যতার ঘরে ?

দেখো
আধখানা চাঁদ
আকাশের বুকে ঝুলছে
ঝুলছে জানালার আধভাঙ্গা কাঁচে
ঝুলছে আবছা মলিন আকাশ ব্যর্থ রাত্রির !

মলিন
আকাশে ব্যর্থ
রাত্রি, কেবল গত জন্মে
ক্লান্ত দুচোখে পড়বো কিছু কবিতা
শরীরে ঘুমের তৃষ্ণা তবু ঘুমোতে পারবে না দেহ!

দেহে
চোখে ঘুম নেই
যেন বহু শতাব্দী এই ভাবে
কবিতার পংক্তিতে পংক্তিতে প্রেমের উত্তাপে!
=============================




যুগল কবিতা পাঠ -০২

থেমে যায়
---যুগোল
কবিতা পাঠ
কল্পো গ্রন্থির মতো
খুলে যায় চুল !......
....পেন্ডুলামের মতো
দুলতে থাকে হৃদপিন্ডু!
স্তব্ধ নিবিড় চোখে
খানিকটা ঘোর
উৎসুক হাত বহমান তার বুকের ওলিতেগলিতে,
মনে হলো পাথরের খরস্রোতা ফুল যেন দুমরে মুচরে
..প্রাণের স্পন্ধনে ভালোবাসার কথা বলে উঠলো
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি খুব ভালোবাসি!
ফাল্গুনের ক্ষত, তুই যা
শুধু একবার অন্ধকারে
কাঁটা হয়ে ফুটে যাবি তার পায়ে,
তারপর আছিস ফিরে রাত্রি হয়ে;
অভিযোগ অভিশাপ যা আসুক
রাত্রি হলেই বুনে দিব আমি ওর শরীর
যদি কেঁপে ওঠে
যদি শেষ প্রদীপ হাতে ছুটে যায় অন্যঘরে
যদি দেখি গা ভরা আগুন নিয়ে
…………সাঁতরে যাচ্ছো দিগন্তে
সারাদিন সারারাত ধুধু করা
আমাদেরই কবিতার নদীতে !
জানবো  প্রত্যাখ্যাত, তোমার কাছ থেকে
 ……………  আমি তখন শূন্য হৃদয়!
শুধু তুমি আছো আর আছি আমি
.আছে আমাদের
পারস্পরিক সম্পর্কের শর্তাবলী ,
করুন নিয়তির মতো ঢুকে পড়বে
আগামীর সুর্বণ-দিনের ভেতর অথবা
কবিতার পংক্তির আরালে আপন খেয়ালে?
===========================





তৃষ্ণার্ত ফুল হব বৃষ্টি
-----------------------
সমুদ্র আর নদী হতে
তৃষ্ণার্ত ফুল হব বৃষ্টি !
……..দূরে আরো দূরে
……..উরে যাব…….
কাব্যের অদৃশ্য ঘোরে
ডাকব না নরম নামে
 ..স্বপ্নের মতো দ্রুত
উন্মাদ উচ্ছ্বাসে………
.প্রচন্ড হাওয়ার বেগে
……..অধরের প্রান্তে
পারবো না ………..
............. দিতে চুম্বন..!
……বাঁধা যতো স্মতি
....দুঠোঁটে মাখি..
……….মন ছিন্ন হোক
হোক না.ছিন্ন……
চিরসূত্রে গাঁথা যে বন্ধন,
মুছে যায় কি বর্ষণ?
===================





প্রশ্ন-বোধক কাব্যময় পাঠে
------------------------
কথা কিছু থেকে যায়……….
………..কছু কথা বলে হৃদয়
মাঝে থাকে কিছু নিষিদ্ধ দুপূর
প্রেমময় বেঁচে পড়তে থাকা!

..অতৃপ্ত  পান্ডুলিপি
বয়ে চলে সত্তার পরতে
নয়ন ভরা বুড়িগঙ্গায়
…….দমবন্ধ বাতাসে
লেগেছে প্রেম
……………একফালি আনন্দ
চাঁদ-মধ্য আকাশের বুক জুরে
কি-অপরূপ রূপে ………….

………….কষ্টগুলো মিষ্টি হয়ে !