শৌনক দত্ত
আয়নার
জন্য ছায়ায়....
ডাক পিয়নের মতো সন্ধানী চোখ
যেভাবে খুঁজে নেয়-
কেয়ার অফ ভালবাসা।
যেভাবে আলো দেখায় একা হিম শীতল
নারীর বুকের বাতিঘর দাউ দাউ আগুন
সেখানে প্রতিপ্রশ্ন ছুঁড়ে দিয়ে,
জেগে থাকে প্রশ্ন
পাত্রী চাই,প্রেমিকা চাই
কিংবা
রোদের মতো
সঙ্গী
পল অনুপল বন্ধু বুক চিরে দেখা
তোলপাড় অহঙ্কারে........
ছাদ,সন্ধ্যা
২৩শে ডিসেম্বর,২০১৬
অন্তরঙ্গ
নীরবতা....
বৃষ্টির পরে যে মুখরতা
তার ভিড়ে তোমাকে চাই!
নির্বাক পাখিদের কোলাহলে
স্বপ্নাহত চোখের দৃষ্টিতে
তোমাকে চাই!
ঠিকানাবিহীন প্রবাসে
চিঠির মমতায়
তোমাকে চাই!
নির্জন সন্ধ্যা,নদীর পাশে
২২।০৭।২০১৬
ধুঁয়ে
যাক বারুদ ঘ্রাণ...
পৃথিবী আজ রক্তঝরা
নির্জন তোর্ষা জানে
মৃত্যুর একাকীত্ব
কতটা একা করে দেয় রোজ
পাখির সংসার
চিলাপাতার গভীরে জমে থাকা
সেই ভাষার নীরবতা!
বৃষ্টিরাত,রাজপথ
১৫ই জুলাই,২০১৬
সময়ের
ছায়াছবি...
মধ্যদুপুরে একা মেঘলা আকাশের নীচে
ব্যক্তিগত চিলেকোঠায়
পরিচিত তোকে বার করি এবং
দেখি কোথাও কোন
তুই নেই
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি
আমি নেই কোথাও
বৃষ্টি নামে
আমাদের আর দেখা হয়না
ভিজে যায় কেবল
কবে কার লেখা
'Face is the mirror of mind'
বৃষ্টিদুপুর,মায়ের রান্নাঘর
১৩ই মে,২০১৬
ভালোবাসা
আজো রচনা করিনি..
আইলাইনার যদি আঁকো চোখে
কান্না লুকিয়ে কেন রাখোনি সেখানে!
লিপিস্টিক যদি রাঙায় ঠোঁট
জোছনার বিষ পুষনি কেন অধরে
আত্মমগ্ন অমৃত দাহ
ব্যথায় পুড়িনি,পুড়েছি বেদনার সুখে
ভুল প্রার্থনার আলপথে
পতনের শব্দে ভুল ভেঙে যাওয়া
একটি প্রিয় নাম-'ভালোবাসা'(য়)!
রাত,রাজপথ
১৫.০৩.২০১৬