বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

মোঃ সরোয়ার জাহান



মোঃ সরোয়ার জাহান


আমার প্রাণের বঙ্গবন্ধু আমার নিঃশ্বাসের বঙ্গবন্ধু!
-------------------------------------------------------------------------------
বঙ্গবন্ধুকে যখন আমার মনের প্রকোষ্ঠে ধারণ করি
ধারণ করি রক্তের প্রতিটি কনিকায় অণুচক্রিকায়
তখন একটা হিমালয় সমান বুক
এসে যুক্ত হয় আমার বুকে
আমিও তখন বঙ্গবন্ধুর মতো
একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই ভাবি।
আমাকেও গভীর ভাবে ভাবায় আমার কবিত্বকে
অস্তিত্বকে করে তোলে অর্থবহ।
আমিও হয়ে যাই কালজয়ী ইতিহাসের মহানায়কের ক্ষুদ্রতম ধারক !
========================================




ঘর্ণিমন
----------------------------------
ঘর্ণিমন কেন যে তোমারই বরফ ঠোঁট চায়
এসো স্বপ্নের ওপর ভাসি বরফ বজরার মতো
যতো দোষ দিক তারুণ্যকে জানলে জানুক সবাই
আমিও ছিলাম বেঁচে শাশ্বত বসন্তে
তোমার আনন্দ আয়োজনে বসন্তের প্রতি ভোরে!
অনুকূল অদৃষ্টকে মিনতি জানাই
কি করনে সে এমন নিষ্ঠুর
তর্জনী উঁচিয়ে কেন বলতে পারো না
হে বালক দুষ্টুমি কোর না…..!
তুমি ছিলে প্রতিটি ক্ষতের প্রশান্ত মলম
কি ভাবে ধুয়ে মুছে সব ইতিহাস
এই ভাবে প্রবল ঘৃণায়
অন্ধকার রাস্তায় অদৃশ্য হয়ে যাও !
অথচ দেখেছি কতো শুভ্র লাল বর্ণিল গোলাপ
তোমার যা খুশি করো আমি চির দাস........!
=============================




সতর্কিত চীৎকার
--------------------------------------------
অন্ধকার নিস্তাপ রাত্রি স্মৃতি জ্বালবে
শান্ত টুকরো,
ক্ষিপ্ত পদপাত হিম নিঃসঙ্গ শূণ্য ঘরে
স্বপ্নে স্বপ্নে বিদ্যুচ্চমকে পুরনো চাঁদ !
ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের ফেনিল চূড়ায়
উন্মত্ত আগুন,
ঢেলে ভাসাও সর্বনাশা বিষের জাদু
অসহ্য স্রোতের সীমাহীন ঘূর্ণিমাতনে !
লুপ্ত হও হে ন্যায় অন্যায়
অস্তিত্বের সীমায়,
দীর্ঘশ্বাসের কালো-ফুলে সাজাবো স্মৃতি
পাখিদের সতর্কিত চীৎকারে,স্বাধীনতায় !
=========================





শূন্য প্লাটফর্ম
-------------------------------------
দিগন্ত ময় শূন্য প্লাটফর্ম
ফোঁটা হাহাকার মৃন্ময়ী যৌবনে
এই ভাবে সুদূর অজ্ঞাতবাসে
ক্লান্ত হতে হতে
ও আমার নিরুদ্দেশ,স্পর্শ কি পাও এখনো?
চলমান মেঘের ভিতরে কখনো কখনো
জীবনের সুতোয় স্বপ্ন গাঁথতে
তোমার সীমাহীন উপেক্ষাতে!
আজো সেই মুহূর্তের প্রেম
একা একা হাঁটা এতোটা পথ
নেই অনুযোগ, নেই অভিযোগ, নেই দাবী;
দেখো দেখো……
ভালোবাসা ফিরে যাচ্ছে বিষাদ ক্লান্ত নগ্ন পায়ে একা !
================================




 নির্লিপ্ত অন্তঃপুরে
---------------------------------------------------
নীলিমা-ঔদাস্যে মনে কি পড়ে
পৃথিবীর মূঢ় গৃহান্তরে
বিচ্ছুরিত আলোর গহনে
একাগ্র বেঁচে থাকা !
ভালোবাসায় ভর দিয়ে দাঁড়িয়ে
সাম্রাজ্যে,হৃদয়ে
পরস্পর প্রতিশ্রুত ছিন্নভিন্ন
অচল আকাশ ছাড়ে-না সঙ্গ;
কান পেতে আছি
নিশিদিন
জীবনটাকে ধরো
তোমার নির্লিপ্ত অন্তঃপুরে !

=================