বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

সঙ্গীতা দাশগুপ্ত রায়




সঙ্গীতা দাশগুপ্ত রায়


পৌষ স্বপ্ন  ১
আঁকি ঘরের ভেতর ঘর
তাতে কনকবরণ ধান
উঠোন রোদ্দুরে ঝলমল
ভাসাই পৌষালী আঘ্রাণ
সাজাই পোড়ামাটির পট
পটে লক্ষ্মীদেবীর চোখ
তাঁকে জাগাই দিবস রাতি
ফসল উজাড়-ভুবন হোক
দোরে বাউল বুনুক সুর
সুরে মখমলি জলসাজ
তুমি হাত ছুঁয়ে দাও হাতে
বাজুক অশ্রুত এস্রা‌জ
এসো পূর্ণ সহবাসে
রাখো পদ্মপাতায় জল
দোঁহে কাটাই দিবসরাতি
শিখি জীবনযাপন ছল




পৌষ স্বপ্ন ২
মাথা উঁচু করে গড়িয়ে যাচ্ছে সূর্যাস্ত
ছিটকে উঠছে আলতার আভা, পাখীর ডানার সিল্যুট
দেবদারুর দম্ভ আড়াআড়ি পাহাড়ের খাদে
তুমি নীল জ্যাকেট গায়ে পাথর ভেঙে
নেমে আসছ শুকনো পাতা মাড়িয়ে...

ঠিক এই মুহুর্তে ঝর্ণা খরস্রোতা হোক
অথবা ভেঙ্গে পড়ুক বাঁশের সাঁকোটা ...
... তোমার আমার মাঝের ব্যবধান বড় জরুরী
নইলে জীবন নেহাত গন্তব্যহীন




পৌষ স্বপ্ন ৩
ডার্লিং,
কাল সারাদিন শুধু কফি খাব আর টিভি দেখব
পরশু বাড়িতে ফোন করতেও পারি, নাও পারি
সোমবার গ্রসারি, কাস্টমার সার্ভিসে ধর্ণা
মঙ্গলবার বানাব বীটের কাটলেট বাদাম মটরশুঁটি দিয়ে
বুধবার বইয়ের আলমারি ঘাঁটব, অনেকদিন ডিউ আছে
বৃহস্পতিবার মিছিমিছি রাস্তা হারিয়ে ঘুরব খানিক্ষন
শুক্রবার দেখব পুরোনো ছবির অ্যালবাম
.....এত ব্যস্ততার মধ্যে তোমাকে মনে করার সময় পাব না...
তুমি প্লিজ মাঝে মাঝে মিস কোরো আমাকে, কেমন?
ইতি...




পৌষ স্বপ্ন ৪
ভোর আধোঘুম পায়ে হাঁটছে
 ঠোঁট সুখ চিনে  হাসে ঝিকিমিক
প্রেম দূরদেশী এক বুনো ফুল
যার পরাগ ছুঁয়েছে পূবদিক

আমি নৈঋতে রাখি ভৈরব
তোলে সুর আর কেউ সরোদে
একা গাংচিল মেঘ ঠোকরায়
জাগে উত্তাপ মন-পারদে

সেও ছুঁয়ে দেয় কোন দুপুরের
থির অসহায় বোবা কান্না
আমি চোখে আশা মেখে পথ চাই
এসে সোহাগে বলবি 'আর না -

সোনা, এই দ্যাখ প্রাণ ভোমরা
পুষে সুয়োরানী হয়ে দোর খোল
প্রেমে শরীর ভাসাক দুই কূল
তুই শীৎকার রাগে ঢেউ তোল

আয় অরণ্য মাখি দুহাতে"
বুঁদ। দুরন্ত নেশা। মগ্ন
তুই রোদ্দুর হয়ে ঘরে আয়
আমি জানলায় আঁকি স্বপ্ন।




পৌষ স্বপ্ন ৫
ভাঙা আয়নার পাশে শুয়ে থাকা পাঁশুটে বিকেল
ঈর্ষায় নতজানু দ্বিধাহীন কিছু দাবিদাওয়া
চোরাবালি ভুল পথে ঘুরে মরা অহেতুকি রোদ ...
নিছক নিকেশ ভুলে হিসেবে রাখছি সব পাওয়া

সচেতন বেদনেও হৃদয়ের মিঠি পরবাস
মেহনতী প্রেমটুক তুলে রাখা আগামীর টাটে
পাওয়া না পাওয়ার ঘরে দাগ রেখে ঘনাচ্ছে সাঁঝ
বাড়াচ্ছি পা। জানি তরী খোলা আছে বাঁধা ঘাটে