বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

সুকান্ত ঘোষাল



সুকান্ত ঘোষাল

ড্রপকল সমূহ
---------------------
এক

একাকী টাঙিয়ে রাখা প্রবেশ ।

           চাকাগুলো হাওয়া ভরতি স্নেহ ।
        
           জাদুঘর বিদ্ধ করে শিকড় এখন
                        ফুডপ্লাজায়

টুকরোটির কোনো ফেরিওয়ালা নেই ।
           
            অসীম তুমি সুজনেষু




দুই

ছেঁড়া চিঠি মলাট দিই ।

এসি কোচের ছায়া পড়েছে পুকুরে ।
           
          কে তুমি   একশ বছর
          খাঁচার ফাঁকায়    বাগান করো
               বীজের ঠোঁটে   পাখি

রুটিওয়ালার বাংলা যখন    আরাম
     
               ড্রপ-কলে উত্তরীয় আছে।





তিন

   সদন দৌড়ায় না ওড়ে

সরনীতে তবুও দোকান খুলে বসা যায় ।
           
             এই ভাবনাটির
               পিছু   পিছু         গিয়ে

দেখে আসি গ্রান্ডফিনালে, বাসন মাজার বেতন ।
       
      সেতুর শ্রদ্ধাভাজন হরফে সরোবর হল
                  আবক্ষ মাননীয় আমরাই



বিতংস
----------
জাহাজ।পূর্বস্মৃতি। ইদানীং চেয়ার। রোদ।
কোলাপসিবল। তে-মাথার মেঘ। শ্বাসকষ্ট।
বৃষ্টি।সঙ্গতকারণেই।

আংশিক। আড়ালের ওপারে। আমি।সংজ্ঞায়িত।
লাভ। সমাধিফলক বিক্রেতা। বস্ত্র। বিতংস।

প্ল্যাটফর্ম। চিকিৎসা। রাতগুলো। মুক্তি।
ধিক্কৃত। নিজস্ব জানালা।



খুচরো
---------
বিধিসম্মত আচরণবিধির উল্লেখ থাকে না
যদিও-
ব্যবহারযোগ্য রৌদ্রশূন্যতায় এই ব্ল্যাকবেরি
সকালে আমার দিকে
         এগিয়ে আসা বাস্তুহারা বটফলটির
                    খোসার ওপারে
একটি অপ্রকাশিত ভূমিক্ষয় থেকেই যায়।

যেভাবে অঘোরতন্ত্রে নমনীয়
                    থিন অ্যারারুট মারি-

মাঝপথে কিছু খুচরোর প্রয়োজন প্রধান হয়ে ওঠে