বিশ্বজিৎ দাস
ঝাপসাগুচ্ছ
১
যে কথা বলছিলাম,
আমিও তো অটিস্টিক
সলতে পাকিয়ে ছুটছি এক এলো মেঘে
ঝাপসা হয়ে ওঠা এই সম্পর্ক
কেবল, ম্যানুফ্যাকচারিং ডেটের
অপেক্ষায়...
যাক, বুঝে গ্যাছো তাহলে
শিশ্ দেওয়া পাখিদের গালে
এখনও ব্যক্তি নিরপেক্ষ চন্দন লাগিয়ে, এসো
দুহাতে এক্সপ্যায়ার করি
সমূহ স্মৃতির অচেনা আলপনা...
২
প্রকাশ্যে বলেছ,
জলের দরে মিশেছ তুমি
বিপজ্জনক সারল্যে চুম্বকের ধ্বনি
নিয়েছ তো অনেককিছু, বিকিয়ে দাও
সমানুপাতিক আলগা ঘুম, পথ খুঁজছি আমি!
বুঝিয়ে দিলে তো,
পরাগরেনু খসিয়ে উল্লাস
মঞ্চ না হয় ছিল মরমী দূরবীন
দূরত্বে বয়ে গেছে ড্রাগ নেওয়া ঋতু
মুহূর্তকাল সিটবেল্টে আটকে থাকা সমীচিন...
৩
বেশ করেছ,
ভেঙেছ দরজা, লেবুর জগৎ
আরশি দেওয়াল মুছে মুছে দাও
বাতিল তৃষ্নায় রাখো হাইড্রেন...
চারদিক ঘেরা খাটের হাত বাড়াও!
পেরেছ,
খুব পেরেছ, উষ্নায়ন
নাভির কাছে রাতের জ্বর
জড়ুল থেকে যমুনা ম্যাজিক
বয়ে চলেছে, পুড়ছে শুধু আত্মঘর...
৪
মিলিয়েছ,
মধ্যমাতে, ঝরে গেছে আকাঙ্খা
সোহাগ গুলে সেবন হলো বাতির টানে
মোম ছিঁড়ছে কানায় কানায় চামড়া-স্যুপ
ভিজেছি ওই খাঁ খাঁ রোদে, ভালোমন্দ শ্মশান জানে!
পেয়েছ,
ঠিকানা আজ বকুল ফল
ছোপ ছোপ এরিয়া দিলে এমন
বাঁধতে গিয়েও ক্লোরোফিল ফ্যানি!
হলুদ করে ভাবতে শেখো, দেখতে থাকো; কেমন?...
৫
নিয়েছি|
ঝুল বারান্দায়, প্রশ্বাস!
হাড়-মাংস-চামড়া এবং বিজ্ঞানসম্মত আহার...
সটীক ধারণা পাঠে হয়েছে কেবিন খালি
তাক করে লাগানো হাসি, খুলে ফেলেছি রঙলামেঘের মুখ
উঠেছি|
যান্ত্রিক শর্ত পূরণেও অঙ্গীকার!
হলামই বা আঁচড় মাখা আদি মানুষ
এবার, নীল ভঙ্গিমায় পা গাইবে গান
এক
ঝাপসা ছবি মুচড়ে উঠবে, দেখবে কত ভেলকি?