শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

হাসিদা মুন



হাসিদা মুন

নির্বাণ মোহনা
---------------------
প্রকাণ্ড মুক্তির সাথে
কিছু মাতাল প্রহর খোঁজা
আতপ হাসির তাপে মাজাঘষা
ভালবাসাগুলো নেশায় টানে
মেরামত করে নিতে
জলে জলঢালা ধারার প্রপাতে
অজানা বৃক্ষের ছায়ায়
বাঁকল খুঁজে ফেরে নির্বাণ মোহনা
বহুকালের ত্রি -ভঙ্গ ভঙ্গিমায় বরেণ্য সঙ্গীতে ......



মিষ্টি বিভ্রম
---------------------------
মিষ্টি বিভ্রম পালিয়ে গিয়ে
দৃষ্টি বিভ্রম হলো
চারণগীতি গাইতে গিয়ে
বরণগীতি পেলো
পানের নেশা পালটে গিয়ে
চুমুর নেশা এলো
রহস্যময় জীবন যাপন
বপন করা গেলো............



মধ্যাহ্নের তমালতলে
----------------------------------
সাদা বলাকার ছায়া পড়ে নীল যমুনার খরজলে
প্রতীক্ষমাণ উদাস বাউল এসে
পা ছড়িয়ে বসে মধ্যাহ্নের তমালতলে
দরিদ্র মরণ তাঁকে স্তব্দ করতে পারেনা
গর্বিত মূর্ছনার মূলে
অজানা সুর সাধনার সুখে স্বর্গ স্তব্দ
প্রেম হতাশায় পুড়ে খাকহয় আলোকবর্ষ জ্বলে ......



বৃষ্টি ভেজো
-------------------------------
বৃষ্টি ভেজো
মিষ্টি ডোজের চুমু হবে
উষ্ণ শ্বাসে জড়িয়ে নিয়ে
নিছক সুখের মমি হবে
নরম ঠোকর ঘাড়ের ফাঁদে
হৃদয় গোড়ায় মুখ নামিয়ে
দুষ্টু করে দাঁত বসাবে
অসংবৃত মগ্ন হয়ে
নগ্ন স্তনের ব্যাসের ফাঁদে
ব্যস্তবাগীশ আঙ্গুল হবে ......


প্রাণ লুকানো
-----------------------------
প্রভু যে - কি ?
সেই তা জানে
ত্বকের ঢাল মানেনা দূরত্ব
অনুভবে শুধু টানে
মুখোমুখি হলে শত্রুতা হয়

প্রাণ লুকানো তাঁর - গভীর প্রাণে ........