বাসব মন্ডল
মন
......
১
এক এক মুহূর্ত
এক একটা বিরাগের বন্দিশ
প্রত্যেকটা স্পন্দন প্রসব করে অনিশ্চিয়তা
উলঙ্গ অনুভুতিগুলোর গায়ে
বোবা অ্যান্টিসেপ্টিক
তবু এখনও
সাজানো বনসাইয়ের পাশে
ডাইনিংটেবিলে বসে
পরিজ খাচ্ছে আমার শিশু মন
২
গতরাতে
বৈরাগ্যের বল্কল ছিঁড়ে
ব্যাক্তিগত ইচ্ছা গুলো
আশ্রয় নিয়েছিলো
পাসের বাড়ির সিলিং ফ্যানের ব্লেডে
:
মৈথুন দৃশ্যে স্নাত হয়ে
বেহাগী মন
আপন করে নিয়েছিলো
অমরত্বের সিল্যুয়েট
৩
ভোরবেলায়
ন্যাড়া ছাদের কার্নিশে
কাকেদের সঙ্গম সোহাগ
:
ঘর জুড়ে
বাসি রজনীগন্ধা
:
মন জুড়ে
দেওয়ালের স্থবির ফ্রেমটা
যার আড়ালে জমে রয়েছে
মাকড়সার নিপুন বুনন
ইদানিং
..............
১
এক মুঠো সময়
দুষিত হচ্ছে
অভিযোজিত সুখের অপেক্ষায়
এক খাতা শব্দ
সৃষ্টির ভ্রুন হয়ে
খুঁজে বেরাচ্ছে ব্যাক্ত হওয়ার যোনিপথ
২
এক এসট্রে ভালবাসা
রাখা টেবিলে
আধ পেয়ালা ঘৃণা
অযত্নে আড়াল খুঁজছে
:
চুঁইয়ে পড়া অনুভূতি গুলো
রাতের শেষে
খুঁজে পাবে
রুদালী ভোর