মৌ মধুবন্তী
প্রতিরোধ
পুরুষ!
তুমি
আমার বুক দেখবে?
সেখানে শুকনো মরিচগুড়ো
আছে,
উড়ে চোখে যাবে।
চোখ কি তখনো প্রলুব্ধ
হবে?
পুরুষ!
তুমি আমার উরু দেখবে?
সেখানে কাঁচ গুড়ো আছে,
স্পর্শ মাত্র
বিঁধে যাবে,
চোখে ও নখে-
দেখবে উরু?
যোনীর পথ আগলে দাঁড়িয়ে
আছে
হাজার হাজার সচেতনতা আর
প্রতিবাদী সৈনিক,
পথ পাড়ি দেবে?
কয়েকশ রাউন্ড নয়,
মাত্র এক রাউন্ড ছুঁড়ে
দেব,
মৃত্যু যোনিপথে লাশ করে
দেবে।
যাবে?
প্রলুব্ধতার পুরুষ তুমি,
তোমার মৃত্যুই অনেক জীবন
বাঁচাতে পারে,
নারীকে পারে নিশুতির
অন্ধকারে মাইল মাইল
নিরাপদে হেঁটে যাবার
নিরাপত্তা দিতে।
ঈশ্বরের?
ঈশারা বোঝনি,
জীবনের মানে
বুঝবে কি করে?
টরন্টো, কানাডা, পৃথিবী
৯ অক্টোবর,২০১৭
যৌনপক্ষী
কাঁচ ভেংগে গেলে
কাঁচের ভেতরে দেখা ছবি
তুলে রাখি কবিতায়।
এলবামটা হাঁটে বাড়ির
আনাচে কানাচে।
ঘুমে - ঘোরের
ভেতরে-বন্যার জলে
অনির্বচনীয় প্রেম ঘুমে
জাগরণে।
আফ্রোদিতির! হুশ নেই
কোল ঘেষে নিরুপদ্রব ঘুম।
পাশ বালিশে ঘুম, ঘুম
মন্দিরায় বাজে ঘুম-
পা বেয়ে নেমে যাচ্ছে
শীতকালীন যৌনপক্ষী।
২ অক্টোবর,২০১৬
টরন্টো, কানাডা, পৃথিবী
যাবে না যাবো না
ওদিকে ধর্ম
ওখানে যাবে না
ওদিকে বিধর্ম
ওখানে যাবে না
ওদিকে অধর্ম
ওখানে যাবে না
ওদিকে নিষ্কর্ম!
কোন দিকে যাবো?
চারদিকে এখন
কেবল
যুদ্ধধর্ম!~
যাবো না@~ যাবো
না@~
৬ অক্টোবর,২০১৬
টরন্টো, কানাডা, পৃথিবী
ব্যঞ্জনবর্ণ জীবন
নখ থেকে নেইল পলিস,
মন থেকে 'তুমি' মুছে
গেছে যুগপৎ;
নখের প্রতি নজর নেই কারো
মন পার হয়ে যায় নদী-
সমুদ্র- পর্বত।
নখ দিয়ে খুঁটিয়েছি মোম--
মনের ভেতরে জ্বেলেছি
অক্ষর অববাহিকা
সম্পদালোক।
ব্যঞ্জনবর্ণ জীবন এখন
মধ্যবিত্ত ব্রত।!
৬ অক্টোবর,২০১৭
টরন্টো,কানাডা, পৃথিবী
ধর্ষণ করুন কেন করবেন না?
:এই যে একটু জানুন
নারীদের জাগতে দিচ্ছে
না।
-কে দিচ্ছে না? কেন
দিচ্ছে না
:গভীর ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে
রাখছে।
নারী জাগতে
পারছে না
-ঘুমের ঔষধ অন্তহীন, বোধের
অতীত নয়।
:তাদের মধ্যে বেহেস্তের লোভ
অসম্ভব।
- ওরা কোথায় থাকে?
:ওরা জীবন্ত দোযখে বাস করছে, মুলত
তারা স্বর্গে যেতে চায়
- ওদের বিবেক সচেতন নয়, ওরা
ঘুমিয়ে থাক।
জাগলেই সংগমের ইচ্ছে হবে, আমি
ধর্ষণ করতে পারব না।
৫ অক্টোবর,২০১৭
টরন্টো,কানাডা, পৃথিবী