শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

মন্দিরা ঘোষ



মন্দিরা ঘোষ

১.
অবিশ্বাসের পালঙ্কে
রাত্রিবাস
বৃথা আস্ফালনের নখে
রক্তাক্ত জাজিম
দিনের থেকে দিন সরে এলে
সম্পর্কের উপপাদ্যে
শুধুই উজানি ভাটানি খেলা




২.
জল রাস্তায় ডুবে থাকে
পাপের ধানশিষ
তাবৎ গোলাপি যত্নগুলি
রূপ রস বর্ণ গন্ধ এড়িয়ে
একা একা শালিখের দেশে
ভেসে যায়




৩.
করমচা রঙা সুডৌল বক্ষবাসে
উষ্ণতা মাখে
অবতলের ছায়াগুলি
প্রেমসাধ জেগে থাকে
জ্যোৎস্নাগানে
শ্রমণের মন্ত্রজল সব তাপ
কুড়িয়ে রাখে ভিক্ষাঝুলিতে




৪.
স্তরের বিন্যাস গুলি এলোমেলো
পাপড়ি ঘরে বায়ুরূপী মর্মজীবন
গভীরতা  থেকে উঠে আসে
চেতনাবুদ্বুদ
লোভ আর পাপের মাঝে
মহাবিষুবের প্রলয়




৫.
ডানার ভেতর স্বরূপ ও চিন্তন
দর্শিত  পথে চোরাটানগুলি
ভাব ও ভাবনার ভাসা ভাসা রূপ
বাসার ভেতর ক্লান্ত সাপ লুডো
পাখিবেশ খুলে রেখে

অলৌকিক পথের যাচনা