নাসিদা
খান চৌধুরী
প্রহসন
এলোপাথারি আহত করে গেল
কিছু কথা,
ছুঁড়ে ফেলে দেবার আগে
নির্মম পরিহাস;
হরিণী মন, অভিমানেও
কেঁপে ওঠে বারবার,
ছেড়ে যাও, ওটুকুই
বলবার সাহস।
এরপর!
ছুঁড়ে গেল ঠিকই সব বেদনা,
প্রহরীর মত পাহাড়া দিয়ে
চলি 'ডোর বেল'
এই বুঝি কড়া নাড়ল,
এই বুঝি চোখ রাখলে 'সে'!
মিথ্যে, সব
মিথ্যে!
উলু বনে মুক্ত ছড়ান
ভালবাসা
সময় পেরিয়ে পৌছে যায় না
ফেরার দেশে।
অভিমান করবার যোগ্যতা
নেই বলে
নিশ্চুপ প্রহরগুলো আঁচড়
কাটে মিথ্যে দেয়ালে।
আবারো প্রমাণ,
ভালবাসা! সে তো নাই নাই
খেলা!
যে খেলার গুটি আর ঘর
সামলে চলে বিষন্ন জীবন।
বেঁচে থাকার নামে
চিতায় না চড়েও ভষ্ম হয়ে
ওড়ে 'ভালবাসা' নামের প্রহসন।।
অমৃত বাসর
জানি আছ,
তাই কোন না কোন ছুতোয়
জড়িয়ে থাকা।
বৃক্ষ ধরে বেঁচে ওঠা
তরুলতা
শেকড় সমেত উত্থানে
মৃত্যু অনিবার্য,
আলগা বাতাসে ঝড়ের ভয়!
আমি কাঁদিনি, দ্যাখ
কাঁদিনা;
জানি অস্তিত্ব ছুঁয়ে আছ
ছুতোয়।
সে স্পর্শেই তরুলতার সুখ
সে প্রাপ্তিতেই স্থবির
অশ্রু;
ঠিক যেমনভাবে রেখেছিলে
তেমনই আছে সমস্ত আকর্ষণ,
বিচ্যুতিতে ভয় নেই আদৌ,
ফিরে না এলেও বইবে আনন্দ
বর্ষা।
তুমি ছুঁয়েছিলে,
তাতেই আমৃত্যু বাসর
চিরতরুণ অমৃত শয্যা।
নিশি ডাক
অস্তিত্বহীন বেগানা জীবন,
জানা অজানা পথ ধরে হেঁটে
যায় বেদুঈন।
কী আছে ওপারে চঞ্চলা !
যত ঘাঁটি রোশনাই আর সে
বেলা অবলা।
জানালাজুড়ে রাধাচূড়ার
হেলদোল গোলমাল,
গালে বুলিয়ে উদাস করে!
সঞ্চয়ে নেমেছে ক্ষয়,
ঘামজ্বর ঝরঝর!
শুকনো পাতা মাড়িয়ে চলে
যায় ভূমি!
জানালায় রক্তকরবী জোছনায়
আলুথালু-
বেদুঈন শুনছো! এ পথে কি
থামবে না তুমি!
জোছনাকুমারী নামে,
ভুল শোধ যাই হোক জানালায়
বাঁধবে ছই
ওলো সই, সে
ডাকে না বেদুঈন থামে!
বলো কী করি আলো, কী করি, কী করি
বলো!
জোছনা টিমটিম হাসে।
কপাটের বড়ো দোষ শুধু
হাওয়া লাগে!
রৌশনী বিছিয়ে আছে
চঞ্চুরী মেতে,
আর সকলই সকল ঘ্রাতা ...
চলো বন্ধ কপাট
চোখ খোলো, ঘামজ্বর
ছাড়োঅ্য!
ও রাধাচূড়া! যেটুকু
হারিয়েছি যাক ভেসে ~
আরেকটু কম হেলো দোলো!
চুড়িঘর
বিছানার চাদর গোছানো যখন শিখছিল - বোঝেনি, অাকস্মিক
চৌকাঠ পেরিয়ে যায় চুড়িঘর!
গোড়ালিতে লেগে তার তখনও কাঁচাঘরের ধুল। কাঁচের চুড়ি,
কুমকুম, সুগন্ধিরা হাত মেলালো সব!
এ হাওয়ার সাথে সখ্য হয়ে ওঠেনি এখনো, গলিটারই
হয়েছে যা দাস। তাই, চৌকাঠ
পেরোতেই যেন অসহায় টুংটাং বারোমাস!
ছাদ সরতেই রোদ
রোদ সরতেই ঝড়
ঝড় থামতেই সব সঅব অচেনা, প্রখর!
অথচ মায়ার কাঁথা ছড়িয়ে ছিল বিছানা জুড়ে, খামোকা
উড়িয়ে স্বপ্নের ফানুস।
বলো তো-
এত দ্রুত বদলে যায় শহর!