সুকান্ত
মজুমদার
একদা
বিনম্র রাত জোৎস্না ডাঙা
একদা টুকরো মেঘ ছায়াঘেরা
ভাষাহীন মিশে যাবার
প্রয়াস,
নিমেষে ফুরিয়ে যাওয়া পথ
দীর্ঘ প্রতিক্ষার একঘেয়ে
রাত
শিউলি থেকে দোলনচাঁপা
প্রহরে।
আজো
নিংড়ে দেওয়া নিঃসঙ্গ
অভিমান
দীনতায় প্রত্যাশার
পাহাড়ে
শুধুই অবিরাম ঝরেপড়া
জলপ্রপাত -
ভালোলাগা সুর বেসুরো
বাহুবন্ধন
বৈষম্যের সুন্দরী অনুপম
নুপুর রাগ
পতিত হবার আমন্ত্রণে, আজো।
এক পেয়ালায়
বিহ্বল স্নায়ুবিক বিকারে
জোৎস্না দেহে আদুরে
অন্ধকারে,
নতুন সূর্যে পৃথিবী
বিরাট উদারতায়
হাসি ও কান্না অভিন্ন
পেয়ালার গরল
দূরের অচেনা আপন, নিকট
পর।
দন্ডায়মান
পরিচিত অরণ্যের অন্ধপথে
চলন
ভেতরের গভীরে নাবোঝা
সন্তাপ
নতুন দিশা নিয়ে দাড়িয়ে,
আরো খানিক কারো আসবাব
তরে
যৌবন মত্ততা কোলাহল
সর্বস্বত্ব
গোপনে নামাঙ্কিত আদুরে
কান্না।
ধোঁয়াটে
অনেক খানি সময়ের বারান্দায়
আলো পথের ওপারে ঘুমভরা
দোকানী
আচের ধোঁয়াতে ম্লান, বিদগ্ধ
সিঙাড়া।
দিনভর রিক্ত ভরা সুগন্ধি
রসনা ক্লান্তিতে
বিপন্ন জলখাবার আদুরে
সম্ভাসন
উস্কে দিয়েযায় অদম্য
শিশু মন
একটানা পথচলা ক্ষয়িষ্ণু
স্মৃতিভার
আকড়ে ধরা শৈবাল সলিলে
তোমায় চায় নিরবধি
ছায়ানীড়।