অরুণকুমার
দাস
অ শ্ব গ ন্ধা র দে শ
________________
কাঁধে কাঁধ রেখে সমানে
উড়ছি
ক্লোরোফিলের আকাশ, একবাটি
স্তনের মধ্যে সূর্য
তারার তর্কে পাহাড় উড়ছে
এখন একটি আপেল প্রসব
হবে- এখন সেক্স
এবং ঈশ্বর দুটি রাস্তার
মুখোমুখি আমি
বনসাই বাঘ
কালো কফির ছোটো ছোটো কটেজ
সব তীর হারানোর পর
সাঁতার বিদ্যায় জিতেনিচ্ছি
বিবাহ
চলো গতজন্মের সমাধীর
ভিতর হাটি
কুলকুল গুলোয় তাকাই
যেখানে আমার মর্মর নদীটি
একলা তীরন্দাজ
একলা অশ্বগন্ধার দেশ
কিছু অন্তর্বাসহীন ঘোড়ার
ছবি
ছবি যেভাবে একতলা দোতলা
হচ্ছে
বুকের মধ্যে
বন্য-সোয়েটার হারানোর বিজ্ঞাপন
অযত্নের অর্কিড দৃশ্য, তাকিয়ে
থাকতে থাকতে
অমার মাথার মধ্যে দেয়াল
ঢুকে পড়ে
আমি আর ঘুমোতে পারিনা
_________♣ ________
প্র ক্সি -১
_________
একটা কথার পিঠে একটা কথা
বসে
একটা কথা দাঁড়ায়
শোয়াকথাটা স্বপ্ন দেখে
পালক ছেড়ে
দৃষ্টিকে মনপছন্দ করতে পারিনা
দৃষ্টি প্লাস্টিক মুড়ে বুক-পকেটে রাখি
চাঁদের গুপ্তযুগ পালযুগ
মৌর্যযুগ থাকলে
নিঃসন্দেহে আমি বলতাম
কুঁচযুগ
মেমরি গেম খেলতে খেলতে
আবিস্কার
আমি আসলে আমি নই
আমি অন্যকারো প্রক্সি
নাম আতাপাতা ভুলে শেষ
পর্যন্ত মিথ্যে মানুষ
মিথ্যে বসন্তের ডালে ঝুলে
পড়েছি
ফুলগুলো ও মিথ্যে
দ্যাখো সব ফুল কাগজের
__________♣_________
প্র ক্সি - ২
________
তাকে স্বাধীনতার যুগ
দেখাই
তাকে বিশ্বযুদ্ধের যুগ
দেখাই
তাকে অংক শেখার যুগের
দিকে নিয়ে যাই
সে আমার প্রেমের মতন
প্রেম ধ্যান করে
জীবনের মত জীবন চায়
অক্ষর না- অক্ষরের
সম্পর্কে বালিশ ছেড়ে
বালিশ ছিড়ে তুলো উড়িয়ে
নকল স্নোফলস্ বানায়
আমি বলি, এইসব
আমার পছন্দ নয়
তাই,সেও আর
পছন্দ করেনা
হঠাৎ সত্যি বৃষ্টি নামে
সত্যি বৃষ্টিতে বরফ গলতে
থাকে
____________♣___________
পা রি বা রি ক
____________
নদীর বুকের মধ্যে নদীর হারানো
স্রোতের গল্প
নাগপাশে গাছ ও গাছের
বিকেল
আপেল হয়েওঠা দিন
কুঁড়ি থেকে মুছেফেলি
স্বেদ, প্রাত্যহিক অজগর
ব্যর্থ ধানক্ষেত।
পারিবারিক আলবাম নোখের
যোগ্যতা লেখে
স্তনের নিপিলের বাদামি
সুখে
খানিক সুখ ও প্রসব আশ্রয়
ভেজা ঘাসের মেনোপজ হয়ে
গেছে গতকাল
_____________♣____________
ক বি র স বু জ
চ শ মা
____________________
বটপাতার সবুজ অক্ষরে
শরীরের সহজ উপমারা
ময়ুরের ঝরানো পালকের মত
কীসুন্দর নক্ষত্র আজ
দ্যাখো তোমার বাঁ স্তনের উপর
গড়িয়ে নেমেছে
কমলা রঙের উপমারা
ক্লান্ত হয়না
কমলা লেবুরা ক্লান্ত
হয়না
টিফিন পিরিয়ড ক্লান্ত
হয়না
আকাশ অকারণ ক্লান্ত থেকে
যায়
দৃষ্টির গভীর তাস
ঝুলে ঝুলে পার হই নিজস্ব
বিকেল
ছায়ার রোবোট হাত ভায়োলিন
হয়েযায়
মেঘের ছায়াছবির ভিতর
কবির সবুজ চশমা এই দেখো
মৌন ধান উড়ছে
বাতাবির কিশোর ডালে
বিনম্র প্রনাম পারকরে
রোদের হলুদে মাথা মুড়ে
বসে থাকি
আজ তবে রবিবার হোক
____________♣___________