রোশনি ইসলাম
স্পন্দন
আকাশ মাটি মিলেমিশে
অভয়ারণ্য।
সকাল থেকে রাত
কণ্ঠস্বর হৃৎস্পন্দন
মাথা ছোঁয়
প্রাচীন বটবৃক্ষ...
তরী
এসো বুদবুদ অনন্ত দিগন্ত ছুঁয়ে
খেলা করি।
পাহাড় সবুজ-বৃষ্টি আর
ছায়ার লুকোচুরি ----
সানডায়াল সময়ের তরী
ঈগলের ডানা
অনুসন্ধান
বাতাস এলোমেলো
কাপাসতুলোর ওড়াউড়ি
দুপুরের খাবার খাওয়ার পর
ঘুরে বেড়াচ্ছি
হাঁসের দল এখনো
পুকুর থেকে উঠেনি
অদ্ভুত পুরাণের দেশ
জলের উপরে একপাশে
কচুরিপানা
তার উপরে
কয়েকটা উজ্জ্বল ফড়িং...
ছুঁয়ে দেখছি
সারি সারি নারকেল গাছ
দুপুরের ছায়ায় বন-জঙ্গল
কুবোপাখির ডাক
আমি আর আমার ভাই
গন্ধরাজ লেবুর গাছ
টুনটুনির বাসা
ছুঁয়ে দেখছি
কত সহজ কত নিকট
খেলার মাঠে শৈশব ছড়িয়ে আছে
নিশা চিনটু নীল কৃতি ঈশিকা...
সাইকেলের দুরন্ত চাকা কখনও কানামাছি
ভোঁ ভোঁ খেলা
#
মেতে উঠল বাউল উতল হাওয়ার দিন
বিকেল গড়িয়ে ঝক ঝকে চাঁদনি রাত
আলোময় শুধু আলোময়
#
‘ইউ টিউব’-এ
কত গান কত মুভি
কত সহজ কত নিকট প্রযুক্তি খেলা।