নাসির ওয়াদেন
অন্ধকার
স্বদেশভূমি
বিকেল একটু একটু করেই
গ্রাস করে
আমার বিলম্বিত সত্ত্বাকে
দ্রাঘিমার বোবা রোদ
তাকিয়ে তাকিয়ে
দেখি নির্ঘাত চৈত্রমাস
--
ঠোঁট স্পৃহা নিয়ে ঠোকরায়
আমার
সুপ্ত শৈশব••••
হে জোৎস্না, ভালবাসা
আর শুভ্রতার
ঘন দেওয়াল ভেঙে দাও ---
নির্মুক্তি ---
সিঁড়ি ভাঙা অঙ্কের কাছে
দশমিক বিন্দুটি
স্থির হয়ে আকুতির রেখায়
দাঁড়িয়ে
ছুঁয়ে থাকা হৃদয়ে আগুনের
স্ফুলিঙ্গ
ঝড়ো কাকগুলো নিরাশ্রয়
মাথায় উড়ছে
ঘুম পাচ্ছে বিকেল, তোমার
বাঁকা সন্ধ্যা
অকালে ঝরে যাওয়া
নির্ভেজাল চাঁদ
কলঙ্কিত জোৎস্না ঝরে পড়া
অস্ফুট ফুল --
হতভাগ্য শিশু ! স্বদেশ
কোথা পাবি
স্বাধীনতা মৃত্যুর
অন্ধকার থেকেও প্রগাঢ়
কার্তিকের রূদালি শরীর
নিস্তব্ধ শৈশব গিলে ফেলে
কার্তিকের বীজ
স্বপ্নের ভেজা ভাত ধোঁয়া
তোলে উঠোনে
এক একটি রাত
এক একটি বছর
শুধু উগ্র গন্ধ শুঁকে
থাকে হ্যারিকেন আলো
পথে বহুদূর পেরিয়ে গেছে
আক্রোশ
দুধারে শুধুই উড়ন্ত সবুজ
ঘাস
বুকে জমে থাকা দুংখ-জল
সূর্য শুষে নিতে চাই
যদি ফিরে যাই
সদ্যোত্থিত কিশোরীর লাল
টুকটুকে নিতম্ব ---
বিশ্বাস ছেঁড়া ফাটা
জামার কলার
সেলাই কলের সুতো দিয়ে
বাঁধি
সুখকে গিলে গিলে খাচ্ছে
স্বপ্ন
দুঃখগুলো চারদিকে
বেরিয়ার ভাঙে
কোন পথে আসছে বসন্ত
কার্তিকের রূদালি শরীরে•••••
খণ্ডিকরণ
জলীয় শেওলার নিস্পন্দ
দেহ হতে
এককোষী প্রাণ উঁকি মেরে
দেখে
বায়োটিক পদ্ধতিতে আমি
জাত কিনা •••
একলিঙ্গ যৌন লিবিডোর
ফাঁদে
বহুলিঙ্গ টেনে আনল--
প্রজাপতি ফুলের পাপড়ি
ছুঁয়ে যা ••••
অসীম শব্দরাজি বিদ্যুৎ
টাওয়ারে
বিদ্যুৎ কণা আর শাব্দিক
ঝংকার
অনবরত অসম সঙ্গমের ডাক
দিচ্ছে
অবিশ্বাসী ডানার ঝটপটানি
এলে
ভালবাসার ফুলদানি নেতিয়ে
পড়ে
বাইরে তালিবানী ঝড় --
ইলেকট্রন আর প্রোট্রন
ভেঙে ভেঙে
কী মেগাট্রন পাবে ভোরের বাতাস••••
প্রকাশ্য অসীমকে ছুঁয়ে
ছুঁয়ে থাকে
খন্ডিকরণ শুরু হলেই
মেঘ ভাঙে
বৃষ্টি ভেঙে কুয়াশা
কুয়াশার ভেতরে অপুষ্ট
প্রেম
একটু রোদ দাও প্রেমটা
পাকুক---
৪৫° তাপমাত্রার বিকেল
এক ৪৫° তাপমাত্রা
জানালার কাঁচ ভাঙে
গতিবেগের ত্বরণ বাড়িয়ে
দিয়েছে গরম হাওয়া --
বিছানাকে শরীর থেকে
বিচ্ছিন্ন
করো না প্রসব যন্ত্রণা
কার্নিশে জলীয় বাষ্পের
অভাব
ছেঁড়া ছেঁড়া শব্দের তড়িৎ
প্রবাহ রক্তনলে সঞ্চারিত
শব্দরক্ত তুমি ক্যানসার
শুষে নিতে পারো••••
○+পজিটিভ রক্ত ডাউনলোড করছে
মাঝবয়সী রাত
নতুন অ্যাপস
লোহিত কণিকা আর
থালাসেমিয়ায়
প্রবল দ্বন্দ্ব
ঘনীভূত মাতৃরস
ক্লোরোফিল এখন অনুঘটক
হবে
অক্সিজেন সাপ্লাই
দেবে সবুজ হিমোগ্লোবিন।
অপেক্ষা
রক্ত কেঁদে ওঠলেই
মন পানশালায়
কী পোড়া কপাল
বাতাস ফুঁ দিচ্ছে
ভাবখানা জমে হিম
প্রচ্ছন্ন হৃদয়
বোবা রোদে শুকাচ্ছি----
আর কতটা নিচে
নামতে হবে
অপেক্ষা•••••
আগুন তুই
কেঁদে কেঁদে মর ----